অন্য দেশের শিল্পপ্রতিষ্ঠানকে দমন করার মার্কিন অপচেষ্টার বিরোধিতা করে চীন: মুখপাত্র
2023-03-02 16:57:48

মার্চ ২: মার্কিন প্রশাসন রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে, অন্য দেশের শিল্পপ্রতিষ্ঠানগুলোকে দমন করার অপচেষ্টা চালাচ্ছে, যা সম্পূর্ণ অগ্রহণযোগ্য; চীন এর তীব্র বিরোধিতা করে। আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র মাও নিং এ কথা বলেন।

মুখপাত্র জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের উচিত বাজার অর্থনীতি ও ন্যায্য প্রতিদ্বন্দ্বিতার নীতি মেলে চলা, অন্য দেশের কোম্পানিকে দমন করার অপচেষ্টা থেকে বিরত থাকা, এবং বিদেশিদের জন্য ব্যবসায়ের একটি উন্মুক্ত, ন্যায়সঙ্গত ও বৈষম্যহীন পরিবেশ সৃষ্টি করা। (জিনিয়া/আলিম/আকাশ)