জনগণ-কেন্দ্রিক উন্নয়ন-ধারণা অনুসরণের ওপর গুরুত্বারোপ করলেন জাতিসংঘে চীনের প্রতিনিধি
2023-03-02 16:56:56

মার্চ ২: জনগণ-কেন্দ্রিক উন্নয়ন-ধারণা অনুসরণ করার ওপর গুরুত্বারোপ করেছেন জাতিসংঘে চীনের প্রতিনিধি ছেন সু। তিনি স্থানীয় সময় গত মঙ্গলবার জাতিসংঘ মানবাধিকার পরিষদের ৫২তম সম্মেলনে, ‘উন্নয়নের অধিকার ঘোষণা’ গৃহীত হওয়ার ৩৫তম বার্ষিকী স্মরণে আয়োজিত এক সভায়, বিষয়টির ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, বর্তমানে সারা বিশ্ব মহামারী, জলবায়ু পরিবর্তন, খাদ্য ও জ্বালানিসম্পদের অভাবসহ বিভিন্ন সংকটে জর্জরিত। বিশেষ করে, উন্নয়নশীল দেশগুলো বিভিন্ন অর্থনৈতিক ও সামাজিক চ্যালেঞ্জের সম্মুখীন। এ অবস্থায় সকল দেশের উচিত জনগণ-কেন্দ্রিক উন্নয়ন-ধারণা অনুসরণ ও প্রচার করা।

তিনি আরও বলেন, চীনা প্রেসিডেন্ট সি চিন পিং জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম সম্মেলনে ‘বৈশ্বিক উন্নয়ন প্রস্তাব’ পেশ করেছেন, যার লক্ষ্য আন্তর্জাতিক সহযোগিতাকে এগিয়ে নেওয়া এবং জাতিসংঘের ‘এজেন্ডা ২০৩০’ বাস্তবায়ন ত্বরান্বিত করা। চীন বিভিন্ন পক্ষের সঙ্গে সহযোগিতা করে, পারস্পরিক সম্মান ও কল্যাণের ভিত্তিতে, বৈশ্বিক উন্নয়ন অংশীদারিত্বের সম্পর্ক প্রতিষ্ঠা করতে ইচ্ছুক। (জিনিয়া/আলিম/আকাশ)