তিব্বতের কথা ৩
2023-03-02 14:36:49

 

 এ অনুষ্ঠানে আমরা পালাক্রমে সিনচিয়াং ও তিব্বতসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি, এর মাধ্যমে শ্রোতারা চীনের সুন্দর সিনচিয়াং ও সুন্দর তিব্বত সম্পর্কে আরও ভালো ধারণা পাবেন। তাহলে দেরি না করে শুরু করি আমাদের আজকের অনুষ্ঠান। আজকে আমরা তিব্বত নিয়ে আলোচনা করব।

 

**বিশ্বের ছাদ

তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চল চীনের দক্ষিণ-পশ্চিম সীমান্তে অবস্থিত। ছিংহাই-তিব্বত মালভূমির দক্ষিণ-পশ্চিম অঞ্চলে এর অবস্থান। চীনে সিনচিয়াংয়ের পর তিব্বত দ্বিতীয় বৃহত্তম প্রদেশ। এর উত্তর দিকে সিনচিয়াং, উত্তর-পূর্ব দিকে ছিংহাই, পূর্ব দিকে সি ছুয়ান, দক্ষিণ-পূর্ব দিকে ইয়ুন নান প্রদেশ। তিব্বত দক্ষিণ ও পশ্চিম দিকে মিয়ানমার, ভুটান, নেপাল ও ভারতের ভূমিসংলগ্ন। সীমান্তরেখার মোট দৈর্ঘ্য ৪০০০ কিলোমিটার।

তিব্বতে প্রাচীন কাল থেকে অনেক কিংবদন্তি প্রচলিত: বানরের মানুষে রূপান্তরিত হওয়া; কিনাবালু পর্বতের কিংবদন্তি, জেড লেক; ইত্যাদি। এখানে হাজার বছরের অনেক বিস্ময়কর ঐতিহাসিক ঘটনাও ঘটেছে; যেমন, ‘সিয়াং সিউং’, ‘কু কে’-এর পুরানো রাজবংশের ঘটনা; ‘ওয়েন ছেং’ রাজকুমারী ও ‘চিনছেং’ রাজকুমারীর তিব্বতে এসে বিয়ে করার ঘটনা; ‘থাং’ রাজবংশ আমলের ‘থুপুও’ সংখ্যালঘু জাতির জনৈক ভাইয়ের বংশধরদের সাথে তার বোনের বংশধরদের দুই শতাধিক বছরের সুসম্পর্ক বজায় থাকার ঘটনা; ইত্যাদি।

বিশাল এই মালভূমি যেন বিশাল ঐতিহাসিক মঞ্চ। এখানে কালে কালে অনেক হিরোর জন্ম হয়েছে। বিরল পাখি ও প্রাণী, মনোজ্ঞ গান ও নাচ নিয়ে গঠিত তিব্বতি জাতির সমৃদ্ধ সংস্কৃতিও রয়েছে। তিব্বতি সংস্কৃতির সাথে সুন্দর পাহাড়, নদী, ও হ্রদ জড়িত। তিব্বতকে বলা হয় পৃথিবীর ছাদ। এখানে এসে দাঁড়ালে যে-কেউ এই জায়গাটির প্রতি অন্তরের টান অনুভব করবেন।

 

** বিশ্বের তৃতীয় মেরু

ছিংহাই-তিব্বত মালভূমি সমুদ্রপৃষ্ঠ থেকে ৪০০০ মিটার উঁচুতে অবস্থিত। এ কারণেই একে বলা হয় ‘বিশ্বের ছাদ’। যেহেতু এখানে অত্যন্ত শীত, তাই একে অ্যান্টার্কটিকা ও আর্কটিকের পর ‘বিশ্বের তৃতীয় মেরু’ বলে ডাকা হয়। মাউন্ট এভারেস্টে আরোহণ করে তিব্বতকে দেখা অনেকের স্বপ্ন।  

 

** টপোগ্রাফি

তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চল হচ্ছে ছিংহাই-তিব্বত মালভূমির মূল এলাকা। ছিংহাই-তিব্বত মালভূমির দক্ষিণ-পশ্চিম অঞ্চলে এর অবস্থান। সমুদ্রপৃষ্ঠ থেকে এর গড় উচ্চতা ৪০০০ মিটারেরও বেশি। সমুদ্রপৃষ্ঠ থেকে ৭০০০ মিটারেরও বেশি উচ্চতার পর্বতের সংখ্যা ৫০টিরও বেশি। এগুলোর মধ্যে ৮০০০ মিটারেরও বেশি উচ্চতাবিশিষ্ট পর্বতের সংখ্যা ১১টি। গোটা অঞ্চলটি হিমালয়, ‘খুন লুন’ পর্বত এবং ‘থাং কু লা’ পর্বত দিয়ে ঘেরা। এর ভূখণ্ড ও ভূমিরূপ জটিল।

 

সুপ্রিয় শ্রোতা, আমাদের হাতে আর সময় নেই। আজকে এখানেই শেষ করতে হচ্ছে। আজকের ‘সিনচিয়াং থেকে তিব্বত’ এ পর্যন্তই। তবে, আগামী সপ্তাহে আমরা আবার আপনাদের সামনে হাজির হবো সিনচিয়াং ও তিব্বতের কোনো গল্প বা তথ্যভান্ডার নিয়ে। আপনারা আমাদের লিখুন। আমাদের ইমেইল ঠিকানা ben@cri.com.cn  আমাদের ওয়েবসাইটেও আপনারা অনুষ্ঠান শুনতে পারেন। আমাদের ওয়েবসাইটের ঠিকানা:  https://bengali.cri.cn/  সবাই ভাল থাকুন, সুন্দর থাকুন। (উর্মি/আলিম)