বেইজিংয়ে চীনের জাতীয় গণকংগ্রেসের ব্রিফিং অনুষ্ঠিত
2023-03-02 15:20:05

মার্চ ২: চীনের জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটি কার্যালয় গতকাল (বুধবার) বেইজিংয়ে গণকংগ্রেসের প্রতিনিধিদের জন্য এক ব্রিফিংয়ের আয়োজন করে। তাতে আসন্ন ১৪তম জাতীয় গণকংগ্রেসের প্রথম অধিবেশনের প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়েছে।

ব্রিফিংয়ে জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটির উপ-মহাসচিব লিউ চিয়ুন ছেন ১৩তম জাতীয় গণকংগ্রেস ও এর স্থায়ী কমিটির কার্যক্রম এবং ২০২৩ সালের কর্মকাণ্ড তুলে ধরেন।

তিনি বলেন, ১৩তম জাতীয় গণকংগ্রেস ও এর স্থায়ী কমিটি সিপিসির কেন্দ্রীয় নেতৃত্ব মেনে চলে সি চিন পিংয়ের নতুন যুগে চীনা বৈশিষ্ট্যের সমাজতন্ত্রের চিন্তাধারা নির্দেশনায় অবিচল থেকেছে।

তিনি বলেন, গণকংগ্রেস কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ ও প্রধান সিদ্ধান্ত এবং উন্নত জীবনের প্রতি জনগণের প্রত্যাশা অনুসরণ করে দেশ পরিচালনায় দক্ষতা ও আধুনিকায়নের চাহিদা অনুসারে সাংবিধানিক ব্যবস্থা নির্মাণ ও বাস্তবায়নে ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে।

তিনি আরও বলেন, গণকংগ্রেস এর তত্ত্বাবধানের কার্যকারিতা জোরদার এবং সংবিধানকে কেন্দ্র করে চীনা বৈশিষ্ট্যের সমাজতান্ত্রিক আইন ব্যবস্থাকে উন্নত করেছে এবং পার্টি ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।

ব্রিফিংয়ে চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিটি অর্থ মন্ত্রণালয়ের প্রধান প্রতিনিধিদের নিকট ২০২২ সালের জাতীয় আর্থ-সামাজিক উন্নয়ন পরিকল্পনার বাস্তবায়ন পরিস্থিতি, কেন্দ্রীয় বাজেট ও আর্থিক কর্মকাণ্ডের রিপোর্ট পেশ করেছে।

তাতে সর্বোচ্চ আদালত, সর্বোচ্চ অভিশংসক দফতর ও রাষ্ট্রীয় পরিষদ এবং অন্যান্য বিভাগ তাদের প্রতিবেদন জমা দিয়েছে। এসব প্রতিবেদন জাতীয় গণকংগ্রেসের তথ্য প্ল্যাটফর্মের মাধ্যমে সব প্রতিনিধিদের কাছে পাঠানো হবে, যাতে তাঁরা সম্মেলনে উপস্থিত হওয়ার আগে দেখতে পারেন।

(তুহিনা/এনাম/আকাশ)