যুক্তরাষ্ট্রের উচিত আত্ম-সমালোচনা করা ও অন্য দেশকে অপবাদ দেওয়া থেকে বিরত থাকা: চীনা মুখপাত্র
2023-03-02 19:50:06

মার্চ ২: যুক্তরাষ্ট্রের উচিত আত্ম-সমালোচনা করা এবং অন্য দেশকে মিথ্যা অপবাদ দেওয়া থেকে বিরত থাকা। আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং এ কথা বলেন। 


ইউক্রেন সংকট সমাধানে চীনা প্রস্তাব সম্পর্কে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক ভিত্তিহীন অভিযোগের জবাবে মাও নিং বলেন, ইউক্রেন ইস্যুতে চীন বরাবরই বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ অবস্থান বজায় রেখে এসেছে এবং শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সংকট সমাধানের কথা বলছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্র ইউক্রেনে মারাত্মক অস্ত্র সরবরাহ করে আসছে। পাশাপাশি, বিভিন্ন ধরনের মিথ্যা তথ্যও প্রচার করছে দেশটি। চীন এর তীব্র বিরোধিতা করে।


চীনা মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্র মুখে বলে অন্য দেশের সার্বভৌমত্বকে সম্মান করে, অথচ চীনের তাইওয়ান অঞ্চলে উন্নত অস্ত্র বিক্রি করছে; যুক্তরাষ্ট্র মুখে বলে শান্তি চায়, অথচ বিশ্বের বিভিন্ন অঞ্চলে যুদ্ধ চাপিয়ে দিয়ে আসছে; যুক্তরাষ্ট্র মুখে বলে আন্তর্জাতিক শৃঙ্খলা রক্ষা করতে চায়, অথচ বাস্তবে বিভিন্ন দেশের ওপর অবৈধ একতরফা নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে; যুক্তরাষ্ট্র মুখে বলে ন্যায্য প্রতিদ্বন্ব্দ্বিতা চায়, অথচ রাষ্ট্রীয় শক্তি কাজে লাগিয়ে ভিত্তিহীনভাবে অন্য দেশের শিল্পপ্রতিষ্ঠানকে দাবিয়ে রাখার চেষ্টা করছে। দেশটির উচিত এসব অপকর্ম থেকে বিরত থাকা। 

(আকাশ/আলিম/জিনিয়া)