ফিনল্যান্ডের সংসদে ন্যাটোতে যোগদানের প্রস্তাব গৃহীত
2023-03-02 11:28:38

মার্চ ২: গতকাল (বুধবার) ফিনল্যান্ডের জাতীয় সংসদে সেদেশের ন্যাটোতে অংশগ্রহণের প্রস্তাব ও সংশ্লিষ্ট আন্তর্জাতিক চুক্তি অনুমোদন লাভ করেছে।

 

ফিনল্যান্ডের সংসদের মোট ২০০ জন সদস্যের মধ্যে ১৮৪জন প্রস্তাবের পক্ষে এবং  সাতজন বিপক্ষে ভোট দিয়েছেন।

 

সংসদের অনুমোদনের পর প্রস্তাবটি দেশের প্রেসিডেন্ট সাউলি নিনিস্টোর কাছে পেশ করা হবে।

 

গত বছরের মে মাসে ন্যাটোতে অংশগ্রহণের জন্য ফিনল্যান্ড ও সুইডেন আবেদন করেছে। নিয়ম অনুসারে ন্যাটোর ৩০ সদস্যের অনুমোদন সাপেক্ষে নতুন সদস্য অন্তর্ভুক্ত করা যায়। তবে, তুরস্ক ও হাঙ্গেরি এখনো ফিনল্যান্ড ও সুইডেনের আবেদন অনুমোদন করেনি। (সুবর্ণা/এনাম/আকাশ)