দু’দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৪০তম বার্ষিকীতে পরস্পরকে অভিনন্দন জানালেন চীন ও আইভোরি কোস্টের প্রেসিডেন্টদ্বয়
2023-03-02 19:48:21


মার্চ ২: আজ (বৃহস্পতিবার) চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও আইভোরি কোস্টের  প্রেসিডেন্ট আলাসানি উআতারা দু’দেশের কূটনৈতিক সম্পক র্প্রতিষ্ঠার ৪০তম বার্ষিকী উপলক্ষ্যে অভিনন্দনবার্তা বিনিময় করেন। 


বার্তায় সি চিন পিং বলেন, কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর বিগত ৪০ বছরে ধরেই দু’দেশের সম্পর্ক আন্তরিক ও বন্ধুত্বপূর্ণ ছিল ও আছে। দু’দেশ পরস্পরের মৌলিক স্বার্থ ও গুরুত্বপূর্ণ উদ্বেগসংক্রান্ত বিষয়ে পরস্পরকে সমর্থন দিয়ে আসছে। উন্নয়ন ও পুনরুত্থানের পথেও দু’দেশ একে অপরের অংশীদার।


সি চিন পিং গত বছর তাঁর সাথে আইভোরি কোস্টের প্রেসিডেন্টের ফোনালাপের কথা স্মরণ করে বলেন, ফোনালাপে তাঁরা বিভিন্ন খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা গভীরতর করার ব্যাপারে মতৈক্যে পোঁছান। 


চীনা প্রেসিডেন্ট আরও বলেন, তাঁর দেশ আইভোরি কোস্টের সাথে সম্পর্ক উন্নয়নের ওপর গুরুত্ব দেয় এবং দু’দেশের মধ্যে সার্বিক সহযোগিতা জোরদার করে দু’দেশের জনগণের জন্য আরও কল্যাণ বয়ে আনতে প্রচেষ্টা অব্যাহত রাখবে।


জবাবে আইভোরি কোস্টের প্রেসিডেন্ট বলেন, বিগত ৪০ বছরে দু’দেশের সম্পর্ক অনেক উন্নত হয়েছে। তাঁর দেশের অবকাঠামো ও জ্বালানি খাতে চীন অব্যাহতভাবে সমর্থন দিয়ে যাচ্ছে। এ জন্য আইভোরি কোস্ট চীনের কাছে কৃতজ্ঞ। তাঁর দেশ চীনের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করতে ও পারস্পরিক সহযোগিতা বাড়াতে ইচ্ছুক বলেও তিনি উল্লেখ করেন।  

(আকাশ/আলিম/জিনিয়া)