যুক্তরাষ্ট্রের মিথ্যা প্রতিবেদনের দৃঢ় বিরোধিতা করে বেইজিং: চীনা বাণিজ্য মন্ত্রণালয়
2023-03-01 18:57:25

মার্চ ১: সম্প্রতি যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি কার্যালয় ‘চীনের ডব্লিউটিও-র দায়িত্বপালনবিষয়ক প্রতিবেদন, ২০২২’ প্রকাশ করে। প্রতিবেদনে চীনের অর্থনৈতিক ও বাণিজ্যিক ব্যবস্থা এবং সংশ্লিষ্ট নীতিমালাকে বহুপাক্ষিক বাণিজ্য বিধিমালার জন্য বিশাল চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করা হয়। এর জবাবে চীনের বাণিজ্য মন্ত্রণালয় বলেছে, চীন এই প্রতিবেদন এবং এসম্পর্কিত মিথ্যা অভিযোগ খেয়াল করেছে।

মন্ত্রণালয় বলেছে, যুক্তরাষ্ট্র এ প্রতিবেদনের মাধ্যমে, ডব্লিউটিও-র দায়িত্বপালনে চীনের গুরুত্বপূর্ণ অর্জনকে উপেক্ষা করেছে, বাজার অর্থনীতি বিনির্মাণে চীনের উল্লেখযোগ্য সাফল্যকে উপেক্ষা করেছে, এবং বহুপাক্ষিক বাণিজ্যব্যবস্থা ও বিশ্ব অর্থনীতির উন্নয়নে চীনের গুরুত্বপূর্ণ অবদানকে অস্বীকার করেছে। এটা যুক্তরাষ্ট্রের একতরফাবাদ ও আধিপত্যবাদের বহিঃপ্রকাশ। চীন এর দৃঢ় বিরোধিতা করে। (জিনিয়া/আলিম/আকাশ)