করোনাভাইরাসের উৎস অনুসন্ধান নিয়ে অপরাজনীতি যুক্তরাষ্ট্রকে আস্থার সঙ্কটে ফেলবে: চীনা মুখপাত্র
2023-03-01 14:16:26

মার্চ ১: সম্প্রতি চীনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকোলাস বার্নস বলেছেন, করোনাভাইরাসের উৎস অনুসন্ধানে চীনের আরও স্বচ্ছ মনোভাব দেখাতে হবে। এ প্রসঙ্গে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং গতকাল (মঙ্গলবার) অনুষ্ঠিত এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে তাঁর প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

তিনি বলেন, করোনাভাইরাসের উৎস অনুসন্ধানে চীন সব সময় স্বচ্ছ ও উন্মুক্ত মনোভাব লালন করে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে তথ্য শেয়ার করে আসছে। যুক্তরাষ্ট্র করোনাভাইরাসের উৎস অনুসন্ধান নিয়ে অপরাজনীতি করে চীনকে অপবাদ দেয়ার ব্যর্থ চেষ্টা করে আসলে নিজের বিশ্বাসযোগ্যতা হ্রাস করছে।

চীনা মুখপাত্র আরও বলেন, চীন বিশ্বের একমাত্র দেশ যে অনেক বার বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞদের ডেকে এনে করোনাভাইরাসের উৎস অনুসন্ধানে সহযোগিতা করেছে। করোনাভাইরাসের উৎস অনুসন্ধানে চীন সবচেয়ে বেশি তথ্য ও গবেষণা ফলাফল শেয়ার করে এক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রকে ফোর্ট ডেট্রিক ও বিশ্বজুড়ে তার জৈবিক ঘাঁটিসমূহ নিয়ে বিশ্ববাসীর উদ্বেগ ও প্রশ্নের উত্তর দেওয়া উচিত।

মার্কিন রাষ্ট্রদূতকে চীনে দু’দেশের সম্পর্ক ও দু’দেশের জনগণের বোঝাপড়া উন্নয়নে কাজ করার পরামর্শ দেন চীনের এ মুখপাত্র।

(তুহিনা/এনাম/শিখা)