সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে সংশ্লিষ্ট দেশগুলোর প্রতি চীনের তাগিদ
2023-03-01 19:01:22

মার্চ ১: সিরিয়ার ওপর থেকে সব ধরনের অবৈধ ও একতরফা নিষেধাজ্ঞা তুলে নিতে সংশ্লিষ্ট দেশগুলোর প্রতি আবারও আহ্বান জানিয়েছে চীন। গতকাল (মঙ্গলবার) জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধিদলের ভারপ্রাপ্ত প্রধান তাই পিং নিরাপত্তা পরিষদের এক সভায় এ আহ্বান জানান।


তিনি বলেন, সংশ্লিষ্ট দেশগুলোর উচিত সিরিয়ার ওপর থেকে অবিলম্বে ও শর্তহীনভাবে সকল অবৈধ ও একতরফা নিষেধাজ্ঞা তুলে নেওয়া। সিরিয়ায় মানবিক দুর্যোগ মোকাবিলার ওপর এখন বেশি গুরুত্ব দেওয়া উচিত।


তাই পিন বলেন, অনেক বছর ধরে চলে আসা অবৈধ ও একতরফা নিষেধাজ্ঞার ফলে সিরিয়ার অর্থনীতি ও জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দেশটির প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার ক্ষমতা আশঙ্কাজনকভাবে হ্রাস পেয়েছে। ভূমিকম্প, ভয়াবহ শীত, কলেরাসহ বিভিন্ন সংকটে হাবুডুবু খাচ্ছে সিরিয়া ও সিরিয়ার মানুষ। বিদ্যমান একতরফা নিষেধাজ্ঞা পরিস্থিতির আরও অবনতি ঘটিয়েছে।


তিনি বলেন, তুরস্ক ও সিরিয়ায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর চীন দেশদুটিতে সাধ্যমতো সাহায্য পাঠিয়েছে। সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, মিসরসহ আরব দেশসমূহ সিরিয়ার সরকার ও জনগণকে সাহায্য-সহযোগিতা দিয়েছে, যা প্রশংসার যোগ্য। জাতিসংঘের জরুরি মানবিক সাহায্যের আবেদনকেও চীন স্বাগত জানায়।


তিনি আরও বলেন, সিরিয়ার স্বার্বভৌমত্ব ও ভুখণ্ডের অখণ্ডতাকেও সত্যিকার অর্থেই  সম্মান জানাতে হবে। 

(আকাশ/আলিম/জিনিয়া)