‘উপহার’
2023-03-01 13:00:05

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী সুই উই-এর সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।

সুই উই ১৯৬৮ সালের ২১ জুলাই চীনের সানসি প্রদেশের সি’আন শহরে জন্মগ্রহণ করেন। তিনি হলেন চীনের মূল ভূভাগের রক মহলের বিখ্যাত একজন গায়ক।

১৯৮৪ সালে সুই উই-এর বয়স ছিল ১৬ বছর। তখন তিনি গিটার বাজানো শিখেন এবং রক সংগীতের প্রেমে পড়েন।

১৯৮৬ সালের এপ্রিল মাসে, সুই উইয়ের জন্মস্থান সি’আন শহরের প্রথম গিটার-সংগীত প্রতিযোগিতায় প্রথম পুরস্কার লাভ করেন। এরপর তিনি জীবনের প্রথম গানটি রচনা করেন। ১৯৯০ সালের শেষ নাগাদ সেনাবাহিনীতে সামরিক সেবা প্রদান শেষ করে সুই উই সংগীতজীবন শুরু করেন।

বন্ধুরা, এখন শুনুন সুই উই-এর গান ‘আকাশের একাকী পাখি, দেয়ালের সূর্যের ছায়া, সবসময় তোমার নরম হৃদয়ে, কিছু ছায়া দেয়। তুমি পশ্চিম দিকের ঘরে বসে আছো। একাকী অনুভূতি রাতের সঙ্গে আসে। আগের সেই উজ্জ্বল হৃদয়, এখন অপেক্ষায় অন্ধ হয়ে যায়। সে ঠান্ডা বাতাস বইছে, তোমার ভালোবাসার অপেক্ষার হৃদয়কে নষ্ট করেছে। আমি আকাশের একাকী পাখি, এখন জানি, আমি অনেক দূরে গিয়েছি, এখন জানি, তুমি আমার বসন্ত।

আচ্ছা, শুনুন গানটি।

 

বন্ধুরা, এবারে শুনুন সুই উই-এর গান ‘উপহার’। গানের কথাগুলো এমন: কিভাবে বলি, আমি জানি না। এত বেশি কথা, বুকে অদৃশ্য হয়ে যায়। মাথার উপরে নীল আকাশ, নীরব তবে দূরে আছে। তুমি পাশে থাকলে মন স্থির হয়। অশেষ পথ, অশেষ আকাশ, মনের আনন্দের দুয়ার যেন খুলে যায়। আমি চাই, তুমি পাশে থাকো, তোমার সঙ্গে শেয়ার করবো। আমি কীভাবে বলি, তা জানি না। এত বেশি কথা, কিন্তু অদৃশ্য হয়ে যায়।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, এখন শুনুন সুই উই-এর গান ‘চার ঋতু’। গানের কথাগুলো এমন: ফুল ফোটার ঋতু, আবার রওনার সূচনা। এই মে মাসের শহরের আকাশ। বসন্তকাল হলেও আমি তোমাকে মিস করি। বসন্তের বাতাসের উষ্ণ সুর, ফুল নীল আকাশে ফোটে। আমি তোমাদের শহরকে এত ভালোবাসি। যদিও হাজার মাইল দূরে, তবুও সবসময় তোমার সঙ্গে আছি।

প্রিয় বন্ধুরা, সুন্দর গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এলাম। তবে বিদায় দেওয়ার আগে আপনাদের শোনাবো সুই উই-এর আরেকটি গান, গানের নাম ‘উষ্ণতা’। আশা করি গানটি আপনাদের ভালো লাগবে।

 

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী সুই উই-এর সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)