টিকটকের মতো একটি মোবাইল অ্যাপ-কে যুক্তরাষ্ট্রের এতো ভয় কেন?: চীনা মুখপাত্রের প্রশ্ন
2023-03-01 17:01:44

মার্চ ১: টিকটক বিশ্বজুড়ে তরুণ-তরুণীদের মধ্যে জনপ্রিয় একটি মোবাইল অ্যাপ। অথচ, যুক্তরাষ্ট্র এই সামান্য অ্যাপটি নিয়ে বাড়াবাড়ি করছে। টিকটককে নিয়ে মার্কিন প্রশাসন এতো ভীত কেন? সম্প্রতি যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস সরকারি সংস্থাগুলোকে ৩০ দিনের মধ্যে টিকটকের ব্যবহার বন্ধের নির্দেশ দেওয়ার প্রেক্ষাপটে, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং গতকাল (মঙ্গলবার) বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ প্রশ্ন তোলেন।

মুখপাত্র বলেন, মার্কিন প্রশাসন রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে অন্য দেশের শিল্পপ্রতিষ্ঠানগুলোকে দমন করার অপচেষ্টা চালাচ্ছে, যা সম্পূর্ণ অগ্রহণযোগ্য; চীন এর তীব্র বিরোধিতা করে। যুক্তরাষ্ট্রের উচিত বাজার অর্থনীতি ও ন্যায্য প্রতিদ্বন্দ্বিতার নীতি মেলে চলা, অন্য দেশের কোম্পানিকে দমন করার অপচেষ্টা থেকে বিরত থাকা, এবং বিদেশিদের জন্য ব্যবসায়ের একটি উন্মুক্ত, ন্যায়সঙ্গত ও বৈষম্যহীন পরিবেশ সৃষ্টি করা। (জিনিয়া/আলিম/আকাশ)