চীনে ‘কার্বন-শিখর ও কার্বন-নিরপেক্ষতা প্রতিবেদন, ২০২২’ প্রকাশিত
2023-03-01 19:09:42


মার্চ ১: চীনে ‘কার্বন-শিখর ও কার্বন-নিরপেক্ষতা প্রতিবেদন, ২০২২’ প্রকাশিত হয়েছে। গতকাল (মঙ্গলবার) চায়না সেন্টার ফর ইন্টারন্যাশনাল ইকনোমিক এক্সচেঞ্জ-এর উদ্যোগে আয়োজিত এক ফোরামে এ প্রতিবেদন প্রকাশ করা হয়।  


ফোরামে সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা কার্বন-শিখর ও কার্বন-নিরপেক্ষতাসংশ্লিষ্ট নীতিমালা আরও উন্নত করা এবং এ খাতে আন্তর্জাতিক সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।


প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, গত বছর চীন ‘কার্বন-শিখর’ ও ‘কার্বন-নিরপেক্ষতা’ অর্জনের লক্ষ্যমাত্রা সময়মতো অর্জনের জন্য বিভিন্ন নীতি ও ব্যবস্থা আরও উন্নত করেছে।   সরকারের বিভিন্ন বিভাগ পর্যায়ক্রমে এ বিষয়ে ৪০টিরও বেশি নীতি প্রস্তাব করেছে এবং বিভিন্ন অঞ্চলে এগুলো বাস্তবায়িতও হয়েছে ও হচ্ছে। (আকাশ/আলিম/জানিয়া)