সিপিসি’র পার্টি-স্কুল প্রতিষ্ঠার ৯০তম বার্ষিকীর অনুষ্ঠানে সি চিন পিং
2023-03-01 19:23:24

মার্চ ১: আজ (বুধবার), চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র কেন্দ্রীয় কমিটির পার্টি-স্কুল প্রতিষ্ঠার ৯০তম বার্ষির্কী উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। 


অনুষ্ঠানে সি চিন পিং বলেন, পার্টি-স্কুলের বরাবরের লক্ষ্য হচ্ছে, সিপিসি’র মানবসম্পদ উন্নয়ন করা এবং পার্টিকে যথাযথ পরামর্শ দেওয়া। পার্টি-স্কুলের উচিত এ লক্ষ্যে কাজ করে যাওয়া এবং সার্বিকভাবে সমাজতান্ত্রিক আধুনিক দেশ হিসেবে চীনকে গড়ে তুলতে চীনা জাতির মহান পুনরুত্থানের চীনা স্বপ্ন বাস্তবায়নের পথে নতুন নতুন অবদান রাখা।


প্রেসিডেন্ট সি আরও বলেন, পার্টি-স্কুলের কাজকর্মের ওপর সিপিসি’র সার্বিক নিয়ন্ত্রণ বজায় রাখা হচ্ছে একে সঠিকভাবে পরিচালনার মৌলিক শর্ত। পার্টি-স্কুলের সুষ্ঠু উন্নয়নের জন্যও এটি জরুরি। পার্টি-স্কুলের উন্নয়নে সিপিসি’র বিভিন্ন পর্যায়ের পার্টি-কমিটি, সরকার. ও সংশ্লিষ্ট বিভাগের বাস্তব সমর্থন দেওয়া উচিত। 


সিপিসি’র কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর স্থায়ী কমিটির সদস্য ছাই ছি এবং তিং সুই শিয়াংও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। (আকাশ/আলিম/জিনিয়া)