মিথ্যা তথ্যভিত্তিক ‘চীনা হুমকি তত্ত্ব’ প্রচার থেকে বিরত থাকতে যুক্তরাষ্ট্রকে বেইজিংয়ের তাগিদ
2023-03-01 19:03:07

মার্চ ১: মিথ্যা তথ্যভিত্তিক তথাকথিত ‘চীনা হুমকি তত্ত্ব’ প্রচার থেকে বিরত থাকতে যুক্তরাষ্ট্রকে আবারও তাগিদ দেয় বেইজিং। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং আজ (বুধবার) এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।


মাও নিং বলেন, যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট বিভাগ ও কর্মকর্তাদের উচিত আদর্শগত পক্ষপাত ও স্নায়ুযুদ্ধের মানসিকতা পরিত্যাগ করা, বাস্তব ও বস্তুনিষ্ঠ দৃষ্টিকোণ থেকে চীন-মার্কিন সম্পর্ককে দেখা, সিপিসি’র বিরুদ্ধে অপবাদ দেওয়া বন্ধ করা, এবং দু’দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর কথা ও কাজ থেকে বিরত থাকা।


মাও নিং আরও বলেন, চীন বরাবরই ‘পারস্পরিক সম্মান ও সহযোগিতা, শান্তিপূর্ণ সহাবস্থান, ও জয়-জয়’ নীতি অনুসারে, দু’দেশের সম্পর্ককে আরও উন্নত করতে চায়। পাশাপাশি, নিজের সার্বভৌমত্ব ও উন্নয়নের স্বার্থকে রক্ষা করতেও দৃঢ়প্রতিজ্ঞ বেইজিং। (আকাশ/আলিম/জানিয়া)