সিপিসি’র পরামর্শ বৈঠকে গুরুত্বপূর্ণ ভাষণ দেন সি চিন পিং
2023-03-01 13:16:19

মার্চ ১: গতকাল (মঙ্গলবার) চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটি এক পরামর্শ বৈঠক আয়োজন করেছে।


প্রেসিডেন্ট সি চিন পিং বৈঠকে সভাপতিত্ব করেন এবং গুরুত্বপূর্ণ ভাষণ দেন।


বৈঠকে পার্টি ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহের সংস্কার বিষয়ে সিপিসি ব্যতীত অন্যান্য রাজনৈতিক দলসমূহ, নিখিল চীন শিল্প ও বাণিজ্য ফেডারেশন(এসিএফআইসি) এবং নির্দলীয় ব্যক্তিবর্গের পরামর্শ নেয়া হয়। 


এছাড়া, বৈঠকে ১৪তম জাতীয় গণ-কংগ্রেসের (এনপিসি) প্রথম অধিবেশনের কাছে সুপারিশ করা প্রস্তাবিত জাতীয় সংস্থার প্রার্থীদের তালিকা এবং ১৪তম গণ-রাজনৈতিক পরামর্শ সম্মেলনের প্রথম অধিবেশনের কাছে সুপারিশ করা প্রস্তাবিত প্রার্থীদের তালিকার বিষয়ে মতামত নেয়া হয়। 


প্রেসিডেন্ট সি বলেন, সিপিসি’র ২০তম জাতীয় গণ-কংগ্রেসের বিন্যাস কার্যকর করার জন্য সিপিসি’র কেন্দ্রীয় কমিটি গভীর গবেষণা ও নিয়মানুগ যুক্তিবিচার এবং ব্যাপকভাবে মতামত সংগ্রহ করার ভিত্তিতে ‘পার্টি ও জাতীয় সংস্থার সংস্কার পরিকল্পনা (খসড়া)’ গ্রহণ করেছে। 


তিনি বলেন, এবারের সংস্কার আরও প্রাসঙ্গিক, আরও শক্তিশালী, আরও বিস্তৃত, এবং আরও গভীরভাবে স্বার্থকে স্পর্শ করেছে। এর মাধ্যমে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সামাজিক উদ্বেগের কঠিন সমস্যা সমাধান করা হবে। তা অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করবে।  


চীনের প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, জাতীয় সংস্থা ও জাতীয় রাজনৈতিক পরামর্শ সম্মেলনের নতুন নেতৃত্ব নির্বাচিত হবেন। এটি আসন্ন ‘দুই অধিবেশনে’ একটি গুরুত্বপূর্ণ কর্তব্য। 


তিনি আশা করেন, বিভিন্ন গণতান্ত্রিক পার্টি, এসিএফআইসি এবং নির্দলীয় ব্যক্তিগণ এবারের সংস্কারের গুরুত্বপূর্ণ তাৎপর্য বুঝে সংস্কারকে সমর্থন করবেন।


(প্রেমা/এনাম/রুবি)