চীন বিশ্বের সঙ্গে উন্নয়নের সুযোগ ভাগাভাগি করে যাবে: চীনা মুখপাত্র
2023-03-01 17:04:11

মার্চ ১: চীনে বিনিয়োগে বিদেশীদের আগ্রহের মূলত দুটি কারণ রয়েছে। চীনের বাজার বড় এবং এখানে একটি সম্পূর্ণ উত্পাদন-চেইন রয়েছে। পাশাপাশি, চীন দৃঢ়ভাবে উন্মুক্তকরণ এগিয়ে নিয়ে যাচ্ছে, বহুপাক্ষিক বাণিজ্যিক ব্যবস্থাকে সমর্থন করছে, এবং বিদেশি বিনিয়োগকারীদের জন্য একটি আন্তর্জাতিক মানের ব্যবসা-পরিবেশ সৃষ্টি করেছে। মার্কিন কোম্পানিগুলো চীনে ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা করছে মর্মে প্রকাশিত সাম্প্রতিক এক খবরের প্রেক্ষাপটে, আজ (বুধবার) বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ মন্তব্য করেন, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং।

মুখপাত্র বলেন, চলতি বছরের জানুয়ারি মাসে চীনে বিদেশী বিনিয়োগ গত বছরের একই সময়ের তুলনায় ১৪.৫ শতাংশ বেশি ছিল। মার্কিন কোম্পানিসহ বিদেশী কোম্পানিগুলো অব্যাহতভাবে চীনে তাদের ব্যবসা সম্প্রসারণ করছে। যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয়ের উপাত্ত অনুসারেও, ২০২২ সালে মার্কিন-চীন পণ্যবাণিজ্যের পরিমাণ নতুন রেকর্ড সৃষ্টি করেছে।

মুখপাত্র আরও বলেন, চীন উচ্চ স্তরের উন্মুক্তকরণ অব্যাহত রাখবে এবং বিশ্বের সঙ্গে উন্নয়নের সুযোগ ভাগাভাগি করে যাবে। (জিনিয়া/আলিম/আকাশ)