মাও আ মিন
2023-03-01 13:31:03

মাও আ মিন ১৯৬৩ সালের ১ মার্চ চীনের শাংহাইয়ে জন্মগ্রহণ করেন। তিনি চীনের মূল-ভূভাগের পপসঙ্গীত মহলের নারী কণ্ঠশিল্পী এবং অভিনেত্রী।

 

১৯৮৫ সালে তিনি প্রথম অ্যালবাম “গরম কফি” প্রকাশ করে আনুষ্ঠানিকভাবে শোবিজ জগতে প্রবেশ করেন। একই বছরের মার্চ মাসে তিনি নানচিং সামরিক অঞ্চলের ফ্রন্টলাইন গান ও নাচের দলে যোগ দেন। ১৯৮৬ সালের ফেব্রুয়ারি মাসে তিনি “হারিয়ে যাওয়া মেয়ে” নামক অ্যালবাম প্রকাশ করেন। জুন মাসে সিসিটিভি তাঁকে বিশেষ অভিনেত্রী হিসেবে নিয়োগ করে। ১৯৮৮ সালের ফেব্রুয়ারি মাসে তিনি সিসিটিভির বসন্ত উত্সব গালায় “মনে রাখা” শীর্ষক একটি গান পরিবেশন করেন।

“আকুল আকাঙ্ক্ষা” হলো মাও আমিনের গাওয়া একটি পপ গান। এটা আসলে চীনের টিভি নাটক “আকুল আকাঙ্ক্ষা”র শেষ গান। গানটি ১৯৯০ সালে প্রকাশিত একই নামের অ্যালবামে অন্তর্ভুক্ত হয়। ২০১৯ সালের নভেম্বরে গানটি নতুন যুগে আন্তর্জাতিক টিভি নাটক দিবসে গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ৭০তম বার্ষিকীর জাতীয় দশটি সেরা টিভি নাটক গোল্ড সং পুরস্কার জিতে। টিভি নাটক হিসেবে এটি খুবই জনপ্রিয় ছিল। সেজন্য মাও আমিনের গাওয়া শেষ গানটিও খুবই জনপ্রিয় ছিল। 

 

১৯৯০ সালে বেইজিং এশীয় গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের লাইভের জন্য একটি গান সংগ্রহ করা হয়। “একই গান” নামক গানটি সিলেক্টেড হয়েছিল তখন। শুরুর দিকে লিউ ছাং নামক কণ্ঠশিল্পী গানটি গেয়েছেন। কিন্তু ২০০০ সালের ডিসেম্বর মাসে মাও আমিন তা কভার সংস্করণ করেন। গানটি “মাও আমিন সিলেক্টেড” নামক অ্যালবামে অন্তভুক্ত হয়। গানটি চীনের বসন্ত উত্সব গালার শেষ গান হিসেবে পরিচিত। প্রায় প্রত্যেক চীনা মানুষ তা জানেন। 

 

২০০৪ সালের মে মাসে মাও আমিনের মা মারা যান। জুলাই মাসে তিনি মায়ের জন্য একটি গান সৃষ্টি করতে শুরু করেন। তাঁর দু’জন বন্ধু কয়েক মাসের চিন্তা ও চেষ্টা করে, মাও আমিনের জন্য বিশেষ করে “বড় আকাশ” গানটি সৃষ্টি করেন। ২০১১ সালের ৫ অগাস্ট তিনি গানটিকে তাঁর “কণ্ঠস্বর” নামক অ্যালবামে অন্তর্ভুক্ত করেন। ২০১০ সালের অক্টোবর মাসে সিসিটিভি-এমটিভি সঙ্গীত উৎসবে সেরা জনপ্রিয় গোল্ডসং মনোনয়ন করা হয় এটি। 

১৯৮৬ সালের শরত্কালে গীতিকার ওয়াং চিয়ান অনেক প্রবাসী চীনা ও চীনা বংশোদ্ভূতদের জীবন অভিজ্ঞতা নিয়ে একটি কবিতার মতো দিনলিপি লেখেন, সেটা হলো “শিকড়ের জন্য সবুজ পাতার ভালোবাসা”। ১৯৮৭ সালের ডিসেম্বর মাসে মাও আমিন গানটি দিয়ে চতুর্থ জুগোস্লাভিয়া বেলগ্রেড আন্তর্জাতিক পপসঙ্গীত উত্সবে গান প্রতিযোগিতায় অংশ নিয়ে তৃতীয় স্থান পান। ২০০৮ সালের অক্টোবর গানটি “সংস্কার ও উন্মুক্তকরণের ৩০তম বার্ষিক পপ গোল্ডসং” পুরস্কার জিতে নেয়।

 

১৯৮৭ সালে গীতিকার লি ছুনলি চলচ্চিত্রের জন্য গান সৃষ্টি করেন। তিনি নিজের অভিজ্ঞতা থেকে মেয়ের মায়ের প্রতি সত্যিকারের হৃদয়ানুভূতি প্রকাশ করেন। 

 

(প্রেমা/আলিম)