বৈশ্বিক মানবাধিকার পরিস্থিতির উন্নয়নের স্বার্থেই চীন সংশ্লিষ্ট প্রস্তাব পেশ করেছে: চীনা মুখপাত্র
2023-02-28 20:59:37

ফেব্রুয়ারি ২৮: বৈশ্বিক মানবাধিকার পরিস্থিতির উন্নয়নের স্বার্থেই সম্প্রতি চীনের পররাষ্ট্রমন্ত্রী ছিন কাং জাতিসংঘের মানবাধিকার সম্মেলনে দেওয়া ভিডিও-ভাষণে চীনা প্রস্তাব তুলে ধরেন। আজ (মঙ্গলবার) বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং।


তিনি বলেন, তাঁর ভাষণে পররাষ্ট্রমন্ত্রী ছিন কাং বৈশ্বিক মানবাধিকার পরিস্থিতির উন্নয়নে ৪-দফা প্রস্তাব পেশ করেন। এই ৪টি দফা হচ্ছে: প্রথমত, প্রতিটি দেশকে নিজের বাস্তব পরিস্থিতি বিবেচনায় রেখে, মানবাধিকার পরিস্থিতির উন্নয়নে কাজ করে যেতে হবে। পাশাপাশি, অন্য দেশের মানবাধিকার উন্নয়নের পথকে সম্মান করতে হবে; দ্বিতীয়ত, মানবাধিকারসংশ্লিষ্ট সবধরনের কাজকে সার্বিকভাবে এগিয়ে নিতে ও রক্ষা করতে হবে; তৃতীয়ত, আন্তর্জাতিক ন্যাযতা নিশ্চিত করতে হবে। মানবাধিকারের অজুহাতে অন্য দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ বা অন্য দেশের উন্নয়নের পথে বাধা সৃষ্টির অপচেষ্টা বন্ধ করতে হবে; এবং চতুর্থত, মানবাধিকার উন্নয়নের প্রশ্নে সংলাপ ও সহযোগিতা অব্যাহত রাখতে হবে। 


প্রেস ব্রিফিংয়ে চীনা মুখপাত্র আরও বলেন, তাঁর দেশ বৈশ্বিক মানবাধিকার পরিস্থিতির উন্নয়নে বরাবরের মতোই ইতিবাচক ভূমিকা রেখে যাবে। (আকাশ/আলিম/ফেইফেই)