বহুপক্ষবাদ, শস্য ও জ্বালানির নিরাপত্তা, ও উন্নয়নের খাতে সহযোগিতা অব্যাহত রাখবে বেইজিং: চীনা মুখপাত্র
2023-02-28 21:00:30


ফেব্রুয়ারি ২৮: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং আজ (মঙ্গলবার) বেইজিংয়ে এক প্রেস ব্রিফিংয়ে বলেন, তাঁর দেশ বহুপক্ষবাদ, শস্য ও জ্বালানির নিরাপত্তা, ও উন্নয়নের খাতে আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত রাখবে।


তিনি বলেন, বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতি অস্থিতিশীল, বৈশ্বিক অর্থনৈতিক পুনরুদ্ধারের গতি ধীর, এবং জাতিসংঘের টেকসই উন্নয়নের ‘এজেন্ডা ২০৩০’ বাস্তবায়ন চ্যালেঞ্জের মুখোমুখী। এ প্রেক্ষাপটে, আসন্ন জি-টোয়েন্টি সম্মেলনে আন্তর্জাতিক অর্থনীতি ও উন্নয়ন খাতের চ্যালেঞ্জ মোকাবিলার ওপর জোর দেওয়া উচিত।


উল্লেখ্য, আগামী ২ মার্চ ভারতের নয়াদিল্লিতে জি-টোয়েন্টির পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনের উদ্বোধন হবে। চীনের পররাষ্ট্রমন্ত্রী ছিন কাং এতে অংশগ্রহণ করবেন। (আকাশ/আলিম/ফেইফেই)