চীনের সঙ্গে অবকাঠামো নির্মাণ খাতে সহযোগিতা গভীরতর করতে ইচ্ছুক নানা দেশ
2023-02-28 11:29:45

 ফেব্রুয়ারি ২৮: গতকাল (সোমবার) চীনে নিযুক্ত ২০টি দেশের রাষ্ট্রদূতসহ বিশ্বের ১১০টি দেশ ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা চীনের পরিবহন নির্মাণ গ্রুপ লিমিডেট কোম্পানি পরিদর্শন করেছেন। এসময় তাঁরা পরিবহন ও শহরের অবকাঠামো নির্মাণে চীনা শিল্পপ্রতিষ্ঠানের অর্জিত সাফল্যের প্রদর্শনী দেখেছেন।

 

প্রদর্শনীতে বিভিন্ন মডেল, ছবি ও ভিডিও’র মাধ্যমে দ্রুতগতির রাস্তা, রেল পরিবহন, বন্দর ও স্মার্ট শহরসহ বিভিন্ন খাতের ইতিহাস তুলে ধরা হয়েছে।

 

চীনে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা প্রদর্শনীর মাধ্যমে চীনাদের জীবনযাপনে বিজ্ঞান-প্রযুক্তির ব্যাপক প্রয়োগও অনুভব করেছেন।

 

তাঁরা মনে করেন, চীনের আত্ম-উন্নয়ন বিশ্বের জন্য সুযোগ সৃষ্টি করেছে। ‘বেল্ট এ্যান্ড রোড’ উদ্যোগের মাধ্যমে বিভিন্ন দেশের অভিন্ন উন্নয়ন বাস্তবায়িত হয়েছে। চীনা শিল্পপ্রতিষ্ঠানগুলোর  বিভিন্ন অবকাঠামো প্রকল্প নির্মাণ স্থানীয় কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির পাশাপাশি প্রযুক্তি, কর্ম অভিজ্ঞতা ও মানদণ্ড প্রদান করেছে।

 

প্রদর্শনী দেখার পর চীনের সঙ্গে অবকাঠামো নির্মাণ খাতের সহযোগিতা জোরদার করতে আগ্রহ ব্যক্ত করেছেন  বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা।

 

জানা গেছে, চীনের পরিবহন নির্মাণ গ্রুপের বিভিন্ন ব্যবসা বিশ্বের ১৫৭টি দেশ ও অঞ্চলের সঙ্গে সহযোগিতামূলক প্রকল্প বাস্তবায়ন করেছে। ‘বিআরআই’ পেশ করার পর সংশ্লিষ্ট দেশ ও এলাকায় ৩০০০টিরও বেশি অবকাঠামো নির্মাণ প্রকল্পের মাধ্যমে ১৩ হাজার কিলোমিটার রাস্তা, ২০০টিরও বেশি সেতু ও ১৫০টি বন্দর নির্মিত হয়েছে। (সুবর্ণা/এনাম/শুয়ে ফেই ফেই)