মানবাধিকার রক্ষায় সংলাপ ও সহযোগিতা বজায় রাখার তাগিদ চীনের
2023-02-28 10:54:23

ফেব্রুয়ারি ২৮: গতকাল (সোমবার) চীনের পররাষ্ট্রমন্ত্রী ছিন কাং অনলাইনে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের ৫২তম উচ্চ পর্যায়ের সম্মেলনে ভাষণ দিয়েছেন।

বর্তমান আন্তর্জাতিক মানবাধিকার পরিস্থিতিকে গুরুতর উল্লেখ করে তিনি বলেন, প্রতিটি দেশের প্রকৃত অবস্থা অনুসারে মানবাধিকার উন্নয়ন পথ বেছে নেওয়া; বিভিন্ন ক্ষেত্রে মানবাধিকার রক্ষা ও উন্নয়ন করা; আন্তর্জাতিক ন্যায্যতার নীতি মেনে চলার উপর গুরুত্বারোপ করে চীন। সেসঙ্গে সংলাপ ও সহযোগিতা বজায় রাখারও তাগিদ দেয় বেইজিং।

ছিন কাং জোর দিয়ে বলেন, মানবাধিকার খাতে চীনের ঐতিহাসিক সাফল্য অর্জনের চাবিকাঠি হল যুগের উন্নয়নের প্রবণতা ও জাতীয় অবস্থার সঙ্গে সঙ্গতিপূর্ণ একটি মানবাধিকার উন্নয়ন পথ খুঁজে পেয়েছে চীন। এই পথে এগিয়ে চলা অব্যাহত রাখবে চীন।

তিনি বলেন, কোনো কোনো দেশ চীনের সিনচিয়াং ও তিব্বতে মানবাধিকার সমস্যা সৃষ্টি করে চীনের মুখে কালিমা লেপন করতে চায়। তারা চীনের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চায়। চীন এর তীব্র বিরোধিতা করে।

তিনি আরও বলেন, জাতীয় নিরাপত্তা আইন বাস্তবায়নের পর সুশৃঙ্খল পরিচালনার মাধ্যমে স্থিতিশীল ও সমৃদ্ধ হচ্ছে হংকং। চীন অটল ও সার্বিকভাবে ‘এক দেশ, দুই ব্যবস্থা’ নীতি বাস্তবায়ন করবে, জাতীয় সার্বভৌমত্ব, নিরাপত্তা ও উন্নয়ন স্বার্থ রক্ষা করবে, এবং হংকংয়ের সমৃদ্ধি ও স্থিতিশীলতা বজায় রাখবে।

ফুকুশিমা পারমাণবিক দুর্ঘটনা সম্পর্ক তিনি বলেন, পারমাণবিক দূষিত পানি সমুদ্রে নিঃসরণ বিশ্বব্যাপী প্রাকৃতিক পরিবেশ ও সব মানুষের স্বাস্থ্যের অধিকারকে প্রভাবিত করবে। তাই সংশ্লিষ্ট দেশগুলোর উচিত জাপানকে তাগিদ দিয়ে উন্মুক্ত, স্বচ্ছ, বৈজ্ঞানিক ও নিরাপদ পদ্ধতিতে পারমাণবিক দূষিত পানি সংকট সমাধান করা।

(তুহিনা/এনাম/শিখা)