সিপিসি’র কুড়িতম কেন্দ্রীয় কমিটির দ্বিতীয় পূর্ণাঙ্গ অধিবেশনশেষে প্রজ্ঞাপন জারি
2023-02-28 21:02:20


ফেব্রুয়ারি ২৮: চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র কুড়িতম কেন্দ্রীয় কমিটির দ্বিতীয় পূর্ণাঙ্গ অধিবেশনশেষে একটি প্রজ্ঞাপন জারি করা হয় আজ (মঙ্গলবার)। তিন দিনব্যাপী অধিবেশনে সিপিসি-র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সি চিন পিং কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর পক্ষ থেকে কর্মপ্রতিবেদন পেশ করেন।


অধিবেশনে সদস্যরা সি চিন পিংয়ের পেশকৃত কর্মপ্রতিবেদন শোনেন ও তা নিয়ে আলোচনা করেন। অধিবেশনে ‘সিপিসি ও দেশের ব্যবস্থাসংশ্লিষ্ট সংস্কার পরিকল্পনা’ পর্যালোচনার পর গৃহীত হয়। সি চিন পিং এ পরিকল্পনা সদস্যদের সামনে ব্যাখা করেন। 


অধিবেশনে বলা হয়, দৃঢ়ভাবে সংস্কার ও উন্মুক্তকরণ গভীরতর করা হবে এবং সমাজতান্ত্রিক আধুনিক দেশ হিসেবে চীনকে গড়ে তুলতে, ধারাবাহিক কৌশলগত ও উদ্ভাবনমুখী সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করা হবে। 


অধিবেশনে আরও বলা হয়, সিপিসি-র সদস্যবৃন্দ ও দেশের বিভিন্ন জাতির জনগণ আরও ঘনিষ্ঠ ও যৌথভাবে, কমরেড সি চিন পিংকে কেন্দ্র করে পরিচালিত সিপিসি-র কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে যাবে। সিপিসি’র নেতৃত্বে চীনা জনগণ চীনা বৈশিষ্ট্যসম্পন্ন সমাজতন্ত্রের পতাকা ধারণ করে, চীনা বৈশিষ্ট্যময় আধুনিকায়নের পথে এগিয়ে যাবে এবং সিপিসি’র কুড়িতম জাতীয় কংগ্রেসে নির্ধারিত লক্ষ্যসমূহ বাস্তবায়নে সচেষ্ট থাকবে। 

(আকাশ/আলিম/ফেইফেই)