ন্যাটো সম্প্রসারণের বিরোধিতা করল ইরান
2023-02-28 16:38:58

ফেব্রুয়ারি ২৮: ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির-আব্দুল্লাহিয়ান গতকাল (সোমবার) জেনিভায় ফিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠককালে ন্যাটো সম্প্রসারণের বিরোধিতা করেন এবং এ ব্যাপারে তাঁর দেশের অবস্থান ব্যাখ্যা করেন। ইতার-তাস এ খবর দিয়েছে।

এর আগের দিন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে শান্তিপূর্ণভাবে ইউক্রেন সংকট সমাধানের পক্ষে তেহরানের অবস্থান আবারও স্পষ্ট করে। বিবৃতিতে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য পশ্চিমা দেশের ন্যাটোর মাধ্যমে আধিপত্যবাদ ও একতরফাবাদ সম্প্রসারণের নিন্দা জানানো হয়। (শুয়েই/আলিম/আকাশ)