অমর একুশে বইমেলায় প্রকাশিত চীনা বই, চীনের বই
2023-02-28 19:06:26

ঢাকা, ফেব্রুয়ারি ২৮ : ‘পড় বই গড় দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ’  এই প্রতিপাদ্যকে সামনে রেখে অমর একুশে বইমেলা ২০২৩ শেষ হয়েছে।

 

বরাবরের মতো এবারও ফেব্রুয়ারি মাস জুড়ে রাজধানী ঢাকার বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে এই মেলা অনুষ্ঠিত হয়েছে। লেখক, প্রকাশকের পাশাপাশি ক্রেতা-বিক্রেতাদের পদচারণায় মুখরিত ছিল মেলাপ্রাঙ্গণ।

 

এবারের মেলায় বাংলাদেশি বইয়ের পাশাপাশি চীনের উপর বেশ কয়েকটি বই প্রকাশিত হয়েছে। এসব বইয়ের মধ্যে চীনের মুসলিম চীনের মসজিদ, পিকিং মানবের দেশে, গণচীনে ১৭১ দিন এবং হ্যাপি চাইনিজ নিউ ইয়ারসহ বেশ কয়েকটি বই প্রকাশিত হয়েছে।

 

সংশ্লিষ্ট প্রকাশনীগুলোর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা যায়, চীনের উপর ভিত্তি করে প্রকাশিত এসব বই মানুষের বেশ সাড়া পেয়েছে। তবে মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, এবার অসংখ্য মানুষের ঢল থাকলেও বইয়ের ক্রেতা তুলনামূলক কম ছিলো।

 

ঐশী/শান্তা

তথ্য ও ছবি: সিএমজি বাংলা