‘আতশবাজি’
2023-02-28 13:42:01

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী চৌ শেনের সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।

চৌ শেন, ১৯৯২ সালের ২৯ সেপ্টেম্বর চীনের হু নান প্রদেশের সাও ইয়াং শহরে জন্মগ্রহণ করেন। তিনি হলেন চীনের মূল ভূভাগের একজন পুরুষ কণ্ঠশিল্পী, ২০১৬ সালের জুন মাসে ইউক্রেনের লিভোভ ন্যাশনাল মিউজিক একাডেমি থেকে তিনি স্নাতক ডিগ্রি লাভ করেন।

 

২০১৪ সালে চৌ শেন চীনের চ্যচিয়াং টেলিভিশনের ‘ভয়েস অব চায়নাতে’ অংশ নেন। ২০১৫ সালের অগাস্ট মাসে তাঁর ব্যক্তিগত গান ‘গোলাপ ও হরিণ’ প্রকাশিত হয়। ২০১৭ সালের নভেম্বর মাসে তাঁর প্রথম অ্যালবাম ‘শেনের শেন’ বাজারে আসে।

বন্ধুরা, এখন শুনুন চৌ শেনের গান ‘আতশবাজি’। গানের কথাগুলো এমন: আমি এই বিশ্ব পার হয়ে যাই। রাতের ভিড়ে, তুমি সেই আতশবাজির পাশে। আমি তোমার পাশে দাঁড়াই। আমরা বিদায় নেবো না। প্রথম দেখা যায় আমি সারা বিশ্ব জয় করেছি। তুমি আমাকে সমর্থন করো, তুমি আমাকে সাহস দাও। তুমি যেন অন্ধের মধ্যে সেই উজ্জ্বল আতশবাজি।

আচ্ছা, শুনুন এই গান।

প্রিয় বন্ধুরা, এবারে শুনুন চৌ শেনের কণ্ঠে ‘বাতাস এসেছে’ নামের গানটি। গানের কথাগুলো এমন: এই পথে সামনে যাই বা থামি। যৌবনের দাগ অনুসরণ করি। স্টেশন থেকে বের হওয়ার সে মুহূর্ত, কিছুটা দ্বিধা আছে। জন্মস্থানের কাছে হলে হঠাত্ ভয় লাগে। আকাশের সূর্য, আগের মতই উষ্ণ, বাতাস এসেছে, যেন আগের সময় নিয়ে ফিরে এসেছে। আমি এই বিশ্বে নিজেকে খুঁজে নিতে পারছি না, হঠাত্ তোমার হাসি মুখ দেখেছি।

আচ্ছা, শুনুন এই গানটি।

 

বন্ধুরা, এবারে শুনুন চৌ শেনের গান ‘আলো’। গানের কথাগুলো এমন: সমুদ্রে বাতাস উঠেছে, সাদা মেঘ ডাঙার দিকে যাচ্ছে। বাতাস বালি উড়িয়ে নিয়েছে। কত প্রাণচঞ্চল সেই প্রাণ। দৌড়ানোর পথে হঠাত্ আসা বৃষ্টি ও বাতাস। যা অন্ধকারে একটি ম্যাচ। তুমি হয়ত জীবনকে কল্পনা করতে পারো না, তবে আমি বিশ্বাস করতে চাই, সবচেয়ে ক্ষুদ্র, সবচেয়ে দুর্বল, সবচেয়ে সাহসী তুমি, সর্বাত্মক চেষ্টা করছো, সর্বাত্মক চেষ্টায় সারা দিচ্ছো।

আচ্ছা, শুনুন এই গান।

প্রিয় শ্রোতা বন্ধুরা, সুন্দর গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এলাম। তবে, বিদায় নেওয়ার আগে আপনাদের শোনাতে চাই, চৌ শেনের আরেকটি গান, গানের নাম ‘দ্বীপে পরিণত হওয়া তিমি মাছ’। আশা করি গানটি আপনাদের ভালো লাগবে।

 

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী চৌ শেনের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)