চীন-রুশ সম্পর্ক নিয়ে কথা বলার অধিকার নেই যুক্তরাষ্ট্রের: বেইজিং
2023-02-28 11:38:32

ফেব্রুয়ারি ২৮: সম্প্রতি চীনা শিল্পপ্রতিষ্ঠান রাশিয়াকে ব্যাপক সহায়তা দেয়ার পাশাপাশি অস্ত্র সরবরাহ করবে বলে অভিযোগ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন।

 

এ প্রসঙ্গে গতকাল (সোমবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং জানিয়েছেন যে চীন-রুশ সম্পর্কের ব্যাপারে সমালোচনা করার অধিকার নেই যুক্তরাষ্ট্রের। মার্কিন পক্ষের যে কোনো বিষয় চাপিয়ে দেয়ার নীতি গ্রহণ করবে না বেইজিং।

 

চীনা মুখপাত্র মাও বলেন, ইউক্রেন ইস্যুতে শান্তিপূর্ণ বৈঠক অনুষ্ঠানের চেষ্টা করছে চীন। ইউক্রেনকে মারাত্মক অস্ত্র প্রদান করেছে যুক্তরাষ্ট্র। চীন-মার্কিন তিনটি ইশতেহার লঙ্ঘন করে চীনের তাইওয়ান প্রদেশের কর্তৃপক্ষের কাছে উন্নত অস্ত্র বিক্রি করেছে ওয়াশিংটন। তাদের এহেন আচরণের কারণ বিশ্বকে জানাতে হবে। (সুবর্ণা/এনাম/শুয়ে ফেই ফেই)