বসন্তের গল্প লিখে চলেছে চীন-ইউরোপ মালবাহী ট্রেন
2023-02-27 15:05:30

চীনের থাইহু হ্রদের তীর থেকে রওয়ানা হয়ে হাজার হাজার মাইল পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছায় চীন-ইউরোপ মালবাহী ট্রেন। নতুন বছরের শুরুতে সুখবরও সঙ্গে করে নিয়ে আসে এ ট্রেন। সম্প্রতি ট্রেনের হুইসেলের শব্দের সঙ্গে সঙ্গে“চিয়াংসু” নামক চীন-ইউরোপ মালবাহী ট্রেন উন্নয়নের একটি "ভাল সূচনা" করেছে।

২০২২ সালে “চিয়াংসু” উসি ট্রেন স্থিতিশীলতা বজায় রাখার ভিত্তিতে চলতি বছর হুইশান উচ্চ প্রযুক্তির উন্নয়ন অঞ্চল ইতিবাচকভাবে সংযুক্ত করেছে। পরিষেবা সুবিন্যস্ত করে অধিকতরভাবে সমন্বিত উন্নয়নের কার্যকারিতা আরও উন্মোচন করার পাশাপাশি পরিষেবার মান উন্নত করেছে। বন্দর জ্যামসহ বিভিন্ন উপাদান অতিক্রম করে অব্যাহতভাবে মালবাহী ট্রেনের চলাচল, মান ও কার্যকারিতা উন্নত করেছে।

 

পরিকল্পনা অনুযায়ী, পশ্চিম উসি—স্যুইচৌয়ের থোংশান পথধরে রাশিয়ায় ১০০টি টিইইউ মালামাল পাঠানো হবে। যার মূল্য হবে প্রায় ১.৮ কোটি ইউয়ান। তাতে প্রধানত কাপড় ধোয়ার যন্ত্র ও পলিয়েস্টার সুতা থাকবে। গত ৮ ফেব্রুয়ারি উসি শহরের আন্তর্জাতিক মালামাল ট্রেন লিমিটেড কোম্পানির জেনারেল ম্যানেজার সিয়া লিনফেং এসব কথা বলেন।

 

নতুন বছরে পরিস্থিতি আরো ভালো হয়েছে। আরো বেশি দেশি প্রতিষ্ঠান মালবাহী ট্রেনে করে সারা বিশ্বে ছড়িয়ে পড়ার প্রত্যাশা করছে। শুধু ফেব্রুয়ারিতে কোম্পানিটি ২৭০টি টিইইউ চীন-ইউরোপ ট্রেন পরিচালনার পরিকল্পনা করছে। এর মধ্যে স্যুইচৌ থেকে ১১০টি, নানচিং থেকে ৬০টি এবং লিয়ানইয়ুনগাং থেকে ১০০টি টিইইউ ছেড়ে যাবে।

২০২২ সালে উসি শহরের মঞ্চ আরো বড় হয়েছে। “উসি উপাদান” আরো নিয়মিত হয়েছে। বিশেষ করে চীন-ইউরোপ মালবাহী ট্রেন “চিয়াংসু” উসি ট্রেন টানা সাফল্য পেয়েছে। ফলে এ সংক্রান্ত পদক্ষেপ আঞ্চলিক সহযোগিতা এবং “এক অঞ্চল এক পথ”-এর সঙ্গে সঙ্গে আরো দূরে চলে গেছে।

 

২০২২ সালের ১০ জানুয়ারি, উসি আন্তর্জাতিক মালবাহী ট্রেন লিমিটেড কোম্পানি প্রতিষ্ঠিত হয়। কোম্পানি প্রতিষ্ঠার পর মহামারীর প্রভাব অতিক্রম করে প্রাদেশিক মালবাহী ট্রেনের চলাচল বেগবান করেছে। মাত্র এক বছরের বেশি সময়ে উসি মালবাহী ট্রেন “এক অঞ্চল এক পথ”-এর জন্য পরিষেবা প্রদান করেছে। তাতে শহরটির অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের জন্য নতুন চালিকাশক্তি যোগিয়েছে। ফলে স্থানীয় প্রতিষ্ঠান ব্যবহারকারী “পরিবার দরজার সামনে” মালামাল লোড ও পাঠানো বাস্তবায়ন করে প্রতিষ্ঠানের সামগ্রিক লজিস্টিক মূল্য কমিয়ে তাদের বৈদেশিক বাণিজ্যিক পণ্য সরবরাহ চাপ প্রশমিত করেছে।

 

পরিকল্পনা অনুসারে উসি মালবাহী ট্রেন কোম্পানি সারা বছরে ৫০টি চীন-ইউরোপ মালবাহী ট্রেন, ১০০টি নৌ-রেল সংযুক্ত পরিবহন পরিচালনার চেষ্টা চালাচ্ছে। নতুন বছরের পরিকল্পনা সম্পর্কে সিয়া লিনফেই বলেন, সঙ্গে সঙ্গে ৪টি বুটিক লাইন তৈরি হবে। উসিতে চীন-ইউরোপ মালবাহী ট্রেনের প্রস্থান বাস্তবায়িত হবে। বিক্রয় পরিমাণ ১০ কোটি অতিক্রম করবে। যথাসাধ্য চেষ্টা চালিয়ে উসি চীন-ইউরোপ মালবাহী ট্রেনের উচ্চমানের উন্নয়ন বাস্তবায়িত হবে।

জানা গেছে, সিয়াংসু প্রদেশের প্রথম চীন-ইউরোপ মালবাহী ট্রেনের পরীক্ষামূলক শহর হিসেবে উসি সার্বিকভাবে চীন-ইউরোপ মালবাহী ট্রেন এবং নৌ-রেল সংযুক্ত পরিবহনের গুণগতমান ও গতি উন্নত করার পাশাপাশি ইতিবাচকভাবে “এক অঞ্চল এক পথ” নির্মাণের জন্য পরিষেবা দিয়ে সংযোগস্থল অর্থনীতি বাড়ানোয় ভূমিকা রাখছে। ব্যবসা পরিবেশ সুবিন্যস্ত এবং সরবরাহ চেইনকে বেগবান করে শহরের আন্তর্জাতিকীকরণের মান উন্নত করেছে। ২০২২ সালে মোট ২৩টি চীন-ইউরোপ মালবাহী ট্রেন চলাচল করেছে। ৫০টি প্রতিষ্ঠানকে পরিষেবা দিয়ে ১৪০৮ টিইইউের ১৪ হাজার ৮০টনের মালামাল পরিবহন করেছে। যাদের মূল্য প্রায় ৩৮ কোটি ইউয়ান।

 

“চলতি বছর অব্যাহতভাবে কাঠামো সম্প্রসারণ এবং সুন্দর দিকে যাবার চিত্তাকর্ষক গল্প লেখা হবে।” নতুন পরিস্থিতিতে পশ্চিম স্টেশন লজিস্টিক পার্কে বৈশিষ্ট্যময় “রাজপথ, রেলপথ ও নৌ” আঞ্চলিক প্রধান্য প্রতিষ্ঠানগুলোকে স্থল পরিবহন+নৌ পরিবহন+চীন-ইউরোপ মালবাহী ট্রেনের বহু মালবাহী মোড বাস্তবায়ন করতে সাহায্য করবে। বিমান পরিবহন ও নৌ পরিবহনের চেয়ে চীন-ইউরোপ মালবাহী ট্রেনের দাম সুবিধাজনক। জানা গেছে, আরো বেশি প্রতিষ্ঠানের উচ্চ মানের পণ্য চীন-ইউরোপ ট্রেনের মাধ্যমে সারা বিশ্বে ছড়িয়ে পড়বে। পাশাপাশি, ইয়াংসি নদীর বদ্বীপের একীকরণে যোগানো এবং বিশ্ব মেট্রোপলিটন বৃত্তের সাথে সংযোগ করার প্রতীক উসি।

 

চলতি বছর হলো সার্বিকভাবে সিপিসি’র ২০তম কংগ্রেসের মর্ম কার্যকর করার সূচনা এবং “১৪তম পাঁচসালা” পরিকল্পনা কার্যকর করে অতীত ও ভবিষ্যতের মধ্যে একটি লিঙ্ক হিসেবে কাজ করার গুরুত্বপূর্ণ বছর। সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তি জানান, নতুন বছরে উসি পশ্চিম স্টেশন লজিস্টিক পার্ক নতুন আন্তর্জাতিকীকরণ পরিবহনের পথ সম্প্রসারণ করা হবে। অব্যাহতভাবে চীন-ইউরোপ মালবাহী ট্রেন এবং নৌ—রেল যৌথ পরবিহন মালবাহী ট্রেন ব্র্যান্ড সৃষ্টি করা হবে। সার্বিকভাবে উসি উত্পাদন পরিষেবা জাতীয় লজিস্টিক সংযোগস্থল তৈরী করা হবে। স্থানীয় লজিস্টিক বিতরণ স্থান থেকে “জাতীয পর্যায়ের” আন্তর্জাতিক রেল পরিবহন কেন্দ্র নির্মাণ করে ভালো সূচনা ও পদক্ষেপ নেয়া হবে।

 

(প্রেমা/এনাম)