‘সিনচিয়াংয়ের লোকজনের স্থিতিশীল কর্মসংস্থান নিশ্চিত হয়েছে’
2023-02-27 19:07:44

ফেব্রুয়ারি ২৭: সিনচিয়াংয়ে লোকজনের স্থিতিশীল কর্মসংস্থান নিশ্চিত হয়েছে। ২০২২ সালে সিনচিয়াংয়ে দারিদ্র্যমুক্ত ১০ লাখ ৮৭ হাজার শ্রমিকের কর্মসংস্থান নিশ্চিত করার লক্ষ্যমাত্রা বাস্তবায়িত হয়েছে। দারিদ্র্যমুক্ত শ্রমিকদের বার্ষিক মাথাপিছু আয়ও স্থিতিশীলভাবে বেড়ে দাঁড়িয়েছে ৮৩৬৪ ইউয়ানে। আজ (সোমবার) চীনের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চল সরকারের তথ্য-কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়।  

সিনচিয়াংয়ের গ্রাম পুনরুদ্ধার ব্যুরোর কর্মকর্তা ছেন লেই প্রেস ব্রিফিংয়ে জানান, চলতি বছর সিনচিয়াংয়ে কর্মসংস্থানের ক্ষেত্র ও সুযোগ বাড়ানো হয়েছে, সিনচিয়াংকে নির্দিষ্টভাবে সাহায্য করা হয়েছে, এবং কর্মসংস্থান খাতের উন্নয়নে বিভিন্ন সহায়কনীতি বাস্তবায়ন করা হয়েছে। (শুয়েই/আলিম/আকাশ)