চীনা প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা একতরফা ও অবৈধ: মুখপাত্র
2023-02-27 19:09:14

ফেব্রুয়ারি ২৭: রাশিয়ার সাথে সংশ্লিষ্টতার অজুহাতে যুক্তরাষ্ট্র সম্প্রতি চীনা প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে, যা একতরফা ও অবৈধ। চীন এর তীব্র বিরোধিতা করে। আজ (সোমবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বেইজিংয়ে এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন।

তিনি বলেন, ইউক্রেন ইস্যুতে চীনের অবস্থান বরাবরই স্পষ্ট। চীন এ সংকটের রাজনৈতিক সমাধান চায়। যুক্তরাষ্ট্রই বরং বার বার সংকটকে উস্কে দিচ্ছে। এ পর্যন্ত ইউক্রেনকে যুক্তরাষ্ট্র ৩২ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি সামরিক সাহায্য দিয়েছে। কয়েক দিন আগে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে আরও ২ বিলিয়ন মার্কিন ডলারের সামরিক সাহায্য দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করে। বস্তুত, যুক্তরাষ্ট্র একদিকে পরিস্থিতির অবনতি ঘটাতে ভূমিকা রাখছে, অন্যদিকে চীনের বিরুদ্ধে রাশিয়াকে অস্ত্র সরবরাহের মিথ্যা খবর ছড়িয়ে দিচ্ছে।

মুখপাত্র মাং নিং আরও বলেন, চীন যুক্তরাষ্ট্রকে বিশ্বের বিভিন্ন দেশের অভিন্ন স্বার্থের কথা বিবেচনা করতে, মিথ্যাচার বন্ধ করতে, ও চীনা প্রতিষ্ঠানের ওপর থেকে অবৈধ নিষেধাজ্ঞা তুলে নিতে তাগিদ দেয়। চীন তার প্রতিষ্ঠানগুলোর বৈধ স্বার্থ রক্ষার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে বলেও মুখপাত্র উল্লেখ করেন। (শুয়েই/আলিম/আকাশ)