চীনে রয়েছে ১৬৫টি আন্তঃসীমান্ত ই-বাণিজ্য সার্বিক পরীক্ষামূলক অঞ্চল
2023-02-27 15:00:30

সম্প্রতি চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র শু ইয়ুথিং জানান, ২০২২ সালের শেষ নাগাদ পর্যন্ত রাষ্ট্রীয় পরিষদ পর পর সাত দফায় ১৬৫টি আন্তঃসীমান্ত ই-বাণিজ্য সার্বিক পরীক্ষামূলক অঞ্চল স্থাপন করেছে। এসব অঞ্চল ৩১টি প্রদেশ, অঞ্চল ও শহরকে অন্তর্ভূক্ত করে স্থল ও নৌ পথে দেশি-বিদেশি আন্তঃসংযোগ এবং পূর্ব ও পশ্চিম দিকে চলমান সংযোগের উন্নয়ন কাঠামো গড়ে তোলেছে।

 

নিয়মিত এক প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র শু বলেন, সাম্প্রতিক বছরগুলোতে আন্তঃসীমান্ত ই-বাণিজ্য উন্নয়নের উদ্ভাবন উচ্চভূমি হিসেবে সার্বিক পরীক্ষামূলক অঞ্চল বৈদেশিক বাণিজ্যিকি মাত্রাকে স্থিতিশীল এবং কাঠামো সুবিন্যস্ত করতে সহায়ক হয়েছে। এছাড়া, শক্তিশালীভাবে ব্যবসায়িক ফর্মের উদ্ভাবন ও বিকাশ ত্বরান্বিত করেছে। ফলে সামগ্রিক উপস্থাপনা স্কেল উচ্চ অনুপাত, প্রধান গুণগতমানের ধারাবাহিক সুবিন্যস্ত এবং শিল্প সমর্থন ক্রমশ সম্পূর্ণ হবার বৈশিষ্ট্য দেখা দিয়েছে।

 

শুল্ক বিভাগের পরিসংখ্যানে দেখা গেছে, ২০২২ সালে চীনের আন্তঃসীমান্ত ই-বাণিজ্যে আমদানি-রপ্তানি পরিমাণ ৯.৮ শতাংশ বেড়ে ২.১১ ট্রিলিয়ন ইউয়ান হয়েছিল। এর মধ্যে বিভিন্ন সার্বিক পরীক্ষামূলক অঞ্চলের আমদানি-রপ্তানি পরিমাণ ৯০ শতাংশের বেশি ছিল। বর্তমানে এসব পরীক্ষামূলক অঞ্চলে বিভিন্ন আন্তঃসীমান্ত ই-বাণিজ্য প্রতিষ্ঠানের সংখ্যা প্রায় ২ লাখ। এদের মধ্যে নতুন হাই-টেক এন্টারপ্রাইজ ৯ হাজার ৩ শ’র বেশি। পরীক্ষামূলক অঞ্চল ইতিবাচকভাবে আন্তঃসীমান্ত ই-বাণিজ্য শিল্প পার্ক প্রতিষ্ঠা করে বিভিন্ন ধরনের আনুষঙ্গিক ব্যবস্থাপনা সমৃদ্ধ করার মাধ্যমে বেশ কিছু পেমেন্ট, লজিস্টিক ও মার্কেটিংসহ বিভিন্ন পেশাদার পরিষেবা প্রদানকারী হিসেবে আবির্ভূত হয়েছে।

 

শু ইয়ুথিং আরো জানান, আগামী পদক্ষেপে দৃঢ়ভাবে সার্বিক পরীক্ষামূলক অঞ্চলের নির্মাণে অগ্রগতি নিশ্চিত করা হবে, যা করতে প্রধাণত চারটি কাজ করতে হবে। প্রথমত, আলাদা উন্নয়ন অর্জনের জন্য বেশ কিছু চমত্কার পাইলট প্রকল্প তৈরি করা হবে। দ্বিতীয়ত, সামগ্রিক প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে বেশ কয়েকটি মূল প্রতিষ্ঠান লালন-পালন করা হবে। তৃতীয়ত, সারা দেশে বহু অভিজ্ঞতামূলক অনুশীলন ছড়িয়ে দেয়া হবে। এবং চতুর্থত, আন্তঃসীমান্ত ই-বাণিজ্য ক্ষেত্রের আন্তর্জাতিক সহযোগিতা বেগবান করা হবে। বিভিন্ন ধরনের সত্তার বিদেশি বাজার সম্প্রসারণে সহায়তা করে অন্যান্য দেশের সঙ্গে নিয়ম প্রণয়ন ও স্ট্যান্ডার্ড নির্মাণসহ বিভিন্ন দিক সমন্বয় ও আন্তঃযোগাযোগ জোরদার করা হবে।

 

(প্রেমা/এনাম)