বিশ্বের মানবাধিকার পরিস্থিতির উন্নয়নে চীন চেষ্টা করে যাচ্ছে: মুখপাত্র
2023-02-27 19:10:34

ফেব্রুয়ারি ২৭: বিশ্বের মানবাধিকার পরিস্থিতির উন্নয়নে চীন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতেও যাবে। আজ (সোমবার) বেইজিংয়ে এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং এই কথা বলেন।

মুখপাত্র বলেন, চীন নিজের মানবাধিকার পরিস্থিতির উন্নয়নে কাজ করছে, সক্রিয়ভাবে বিশ্বের মানবাধিকার পরিস্থিতির উন্নয়নে অংশ নিচ্ছে, এবং মানবাধিকার পরিস্থিতি উন্নয়নের কাজে ঐতিহাসিক সাফল্যও অর্জন করেছে। বর্তমানে আন্তর্জাতিক মানবাধিকার পরিস্থিতি কঠোর চ্যালেঞ্জের মুখোমুখি। পরিস্থিতির উন্নয়নে বিভিন্ন দেশের ঐক্য ও সহযোগিতা খুব প্রয়োজন।

মুখপাত্র বলেন, চীন বরাবরের মতো এবারও জাতিসংঘের মানবাধিকার সম্মেলনে অংশ নিচ্ছে। চীন সম্মেলনের বিভিন্ন আলোচন্য বিষয়ে মতামত প্রকাশ করবে এবং বৈশ্বিক মানবাধিকার পরিস্থিতির উন্নয়নে যৌথ প্রচেষ্টা চালাবে। (শুয়েই/আলিম/আকাশ)