বেলারুশ প্রেসিডেন্টের চীন সফর দ্বিপক্ষীয় সহযোগিতা উন্নয়নে সহায়ক হবে: মুখপাত্র
2023-02-27 19:40:00

 

ফেব্রুয়ারি ২৭: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং আজ (সোমবার) বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বলেন, বেলারুশের প্রেসিডেন্ট চীন সফরে আসবেন। এ সফর দু’দেশের সার্বিক সহযোগিতা উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে চীন আশা করে।


মাও নিং বলেন, চীন ও বেলারুশ হচ্ছে একে অপরের কৌশলগত অংশীদার। কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর বিগত ৩১ বছরে, দু’দেশের পারস্পরিক রাজনৈতিক আস্থা দিন দিন বেড়েছে, বিভিন্ন খাতের সহযোগিতা গভীর থেকে গভীরতর হয়েছে, এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়ে দু’দেশের সমন্বয় ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠতর হয়েছে। 


মুখপাত্র বলেন, গত বছরের সেপ্টেম্বরে, প্রেসিডেন্ট সি চিন পিং শাংহাই সহযোগিতা সংস্থার সমরকন্দ শীর্ষ সম্মেলনে, বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্দার লুকাশেঙ্কোর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে দু’নেতা দ্বিপক্ষীয় সম্পর্কের আরও উন্নয়নের দিক-নিদের্শনা দেন। লুকাশেঙ্কোর আসন্ন সফর দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও জোরদার করবে বলে বেইজিং আশা করে। 

(আকাশ/আলিম/ফেইফেই)