জাতিসংঘে রাজনৈতিক পদ্ধতিতে ইউক্রেন সংকট সমাধানের প্রস্তাব ব্যাখ্যা করলেন চীনা প্রতিনিধি
2023-02-26 19:56:35

ফেব্রুয়ারি ২৬: জাতিসংঘে নিযুক্ত চীনের স্থায়ী প্রতিনিধিদলের ভারপ্রাপ্ত প্রধান তাই পিং গত শুক্রবার নিরাপত্তা পরিষদের এক সভায় রাজনৈতিক পদ্ধতিতে ইউক্রেন সংকট সমাধানে তাঁর দেশের উত্থাপিত প্রস্তাব ব্যাখ্যা করেন।


সভায় তিনি বলেন, চীন ‘রাজনৈতিক পদ্ধতিতে ইউক্রেন সংকট সমাধানের পক্ষে চীনের অবস্থান’ শীর্ষক প্রস্তাব পেশ করেছে। বস্তুনিষ্ঠতা ও ন্যায্যতার ভিত্তিতে, চীন ইউক্রেন সংকট সমাধানে গঠনমূলক ভূমিকাও রেখে যেতে ইচ্ছুক।


তিনি বলেন, যে-কোনো আন্তর্জাতিক সংঘর্ষ মোকাবিলায় জাতিসংঘ সনদে বর্ণিত নীতিমালাসহ আন্তর্জাতিক আইন মেনে চলতে হবে; বিভিন্ন দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা ও ভূখন্ডের অখন্ডতা নিশ্চিত করতে হবে। ইউক্রেন সমস্যার রাজনৈতিক সমাধানের জন্য অভিন্ন নিরাপত্তার কথা বিবেচনা করতে হবে।


চীনা প্রতিনিধি বলেন, যুদ্ধে কেউ জয়ী হবে না। সংলাপ ও আলোচনা হচ্ছে ইউক্রেন সংকট সমাধানের একমাত্র পথ। তা ছাড়া, কোনো অবস্থাতেই পারমাণবিক যুদ্ধকে কোনো সুযোগ দেওয়া যাবে না। 


তাই পিং বলেন, রুশ-ইউক্রেন যুদ্ধে মানবিক সংকট দিন দিন বাড়ছে। এ সংকট সুষ্ঠুভাবে মোকাবিলা করতে হবে। সংশ্লিষ্ট পক্ষগুলোর উচিত সংকটকে আর উস্কে না-দেওয়া। 


তিনি জোর দিয়ে বলেন, ‘কৃষ্ণ সাগর শস্য উদ্যোগ’ এবং জাতিসংঘ ও রাশিয়ার মধ্যে স্বাক্ষরিত ‘সার রফতানিবিষয়ক স্মারকলিপি’ বৈশ্বিক খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য গুরুত্বপূর্ণ। একে সার্বিক ও কার্যকরভাবে বাস্তবায়ন করতে হবে। (আকাশ/আলিম/ফেইফেই)