‘চীনে ওষুধ ও চিকিত্সাসেবার মান আরও বাড়ানো হবে’
2023-02-26 19:19:24

ফেব্রুয়ারি ২৬: চীনে ওষুধ ও চিকিত্সাসেবার মান বাড়াতে সচেষ্ট থাকবে রাষ্ট্রীয় চীনা ওষুধ ও চিকিত্সা পরিচালনা ব্যুরো। এক্ষেত্রে  বৈজ্ঞানিক গবেষণাও জোরদার করা হবে। আজ (রোববার) আয়োজিত চীনা ওষুধ ও চিকিত্সা ব্যুরোর কর্মকর্তাদের এক সম্মেলনে এ কথা বলেন রাষ্ট্রীয় চীনা ওষুধ ও চিকিত্সা পরিচালনা ব্যুরোর প্রধান ইয়ু ওয়েন মিং।

তিনি বলেন, চীনা ওষুধ ও চিকিত্সাসেবার মান বাড়ানোর জন্য সংশ্লিষ্ট সম্পদের ভারসাম্যপূর্ণ ব্যবহার নিশ্চিত করা হচ্ছে। দেশের সংশ্লিষ্ট রাষ্ট্রীয় চিকিত্সাকেন্দ্রের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪টিতে। পাশাপাশি, চিকিত্সার গুণগত মানও অব্যাহতভাবে বাড়ছে।

তিনি আরও জানান, দেশে চীনা ওষুধ ও চিকিত্সা খাতের প্রথম রাষ্ট্রীয় পর্যায়ের উদ্ভাবনকেন্দ্র স্থাপন করা হবে।  (শুয়েই/আলিম/জিনিয়া)