রোববারের আলাপন- ‘৭ম চীনের প্রতিবন্ধী শীতকালীন খেলাধুলা মৌসুম’ উদ্বোধন
2023-02-26 20:03:22

আকাশ: সুপ্রিয় শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানে। আপনাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের সাপ্তাহিক আয়োজন ‘রোববারের আলাপন’। আপনাদের সঙ্গে আছি আমি...


বন্ধুরা, যদি একটি গাড়ি সড়কে যাতায়াত করে, কিন্তু ভেতরে চালক না থাকে, শুধু যাত্রী বসে থাকে, সে দৃশ্য দেখে আপনার কেমন লাগবে। তৌহিদ ভাই, সম্প্রতি এ বিষয়ক বেইজিংয়ের ই কুয়াংয়ে অবস্থিত একটি চালকহীন এলাকায় গিয়েছেন। আপনার এবারের অভিজ্ঞতা কেমন হলো? 

তৌহিদ:...


আকাশ: ভাই, এ বিষয়ে আমার একটি প্রশ্ন আছে। চালকহীন গাড়ি বা আমরা বলতে পারি স্ব-চালিত গাড়ি কি নিরাপদ? আপনার নিজের অভিজ্ঞতা কেমন? 

তৌহিদ:


আকাশ: আসলে আমার ধারণায় ‘চালকে’ পেশাদার ভবিষ্যতে অবশ্যই আর বিদ্যমান থাকবে না। শুধু গাড়ি নয়, বিমান, ট্রেন, জাহাজ, সব ধরনের বাহন ভবিষ্যতে স্ব-চালিত হতে পারে। আপনি কি মনে করেন?

তৌহিদ:…


সংগীত

বন্ধুরা, বেইজিং শীতকালীন প্যারালিম্পিক গেমসের সফল আয়োজনের এক বছর পূর্তি উপলক্ষ্যে সম্প্রতি ‘৭ম চীনের প্রতিবন্ধী শীতকালীন খেলাধুলা মৌসুম’ উদ্বোধন করা হয়েছে। এ কার্যক্রমের এক মাসেরও বেশি সময়, একাধিক ধরনের শীতকালীন প্রতিবন্ধী খেলাধুলা কার্যক্রমে আয়োজন করা হবে। এতে আরো বেশি প্রতিবন্ধী শীতকালীন খেলাধুলার আকর্ষণে উত্সাহ বোধ করবেন।


এবারে চীনের প্রতিবন্ধী শীতকালীন খেলাধুলা মৌসুম কার্যক্রমের থিম হচ্ছে ‘বেইজিং শীতকালীন প্যারালিম্পিক চেতনা এগিয়ে নেওয়া, শীতকালীন প্রতিবন্ধী গণ-শরীরচর্চা উন্নত করা’। এ কার্যক্রমের লক্ষ্য হচ্ছে আরো বেশি প্রতিবন্ধীদের শীতকালীন খেলাধুলায় অংশগ্রহণ করার জন্য উতসাহিত করা। 


বেইজিংয়ে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে China Disabled Persons’Federationর চেয়ারম্যান চাং হাই তি উপস্থিত ছিলেন এবং অনুষ্ঠানটি উদ্বোধন করেছেন। এরপর snowmobiling-সহ নানা শীতকালীন খেলাধুলার আয়োজন করা হয়।


শীতকালীন প্যারালিম্পিক গেমসের Wheelchair Curlingয়ে চ্যাম্পিয়ন ছেন চিয়ান সিন দেশের প্রতিবন্ধীদেরকে নিজের প্রত্যাশার কথা বলেন। তিনি বলেন, ‘আশা করি প্রতিবন্ধী বন্ধুরা ইতিবাচকভাবে সামাজিক কাজে অংশগ্রহণ করতে পারবেন, অধ্যবসায়ের দিকে একটি মডেল হতে পারবে এবং নিজের জীবন পথে এগিয়ে যেতে পারবে।”


বেই্জিং শীতকালীন প্যারালিম্পিক গেমসের স্বর্ণপদক জয়ী ইয়ান কুও অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। তিনি বলেন, ‘এ কার্যক্রম অনেক তাত্পর্যপূর্ণ। আশা করি এর মাধ্যমে আরো বেশি প্রতিবন্ধী বন্ধু শীতকালীন খেলাধুলায় অংশগ্রহণ করতে পারবে এবং তার আনন্দ উপভোগ করতে পারবে।’


China Disabled Persons’Federationর উদ্যোগে ‘চীনের প্রতিবন্ধী শীতকালীন খেলাধুলা মৌসুম’ আয়োজন করা হয়। ২০১৬ সালে এ কার্যক্রম প্রথমবারে আয়োজন করা হচ্ছে। এরপর প্রতি বছরে তা অনুষ্ঠিত হয়। 


বন্ধুরা, চীনে প্রতিবন্ধীদের কল্যাণ উন্নত ও নিশ্চিত করার জন্য barrier-free facilities নির্মাণসহ নানা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তৌহিদ ভাই, চীনের এ বিষয়ে আপনার মন্তব্য কি?