ইউক্রেন সংকট সমাধানে চীনের প্রস্তাব আন্তর্জাতিক সমাজে প্রশংসিত
2023-02-26 19:18:52

ফেব্রুয়ারি ২৬: ইউক্রেন সংকটের সমাধানে চীনের দেওয়া প্রস্তাব আন্তর্জাতিক সমাজে প্রশংসিত হয়েছে। রুশ-ইউক্রেন সংঘাত শুরুর এক বছরপূর্তিতে ‘রাজনৈতিক উপায়ে ইউক্রেন সংকটের সমাধানে চীনের অবস্থান’ শীর্ষক প্রস্তাব প্রকাশ করেছে বেইজিং।

 

সুইডেনের গবেষণা প্রতিষ্ঠান ট্রান্সন্যাশনাল ফাউন্ডেশন ফর পিস অ্যান্ড ফিউচার রিসার্চ’র সহ-প্রতিষ্ঠাতা জ্যান ওবার্গ আশা করেন, চীন উত্থাপিত প্রস্তাব জাতিসংঘ ও ইউরোপের নিরাপত্তা ও সহযোগিতা সংস্থার সুদৃষ্টি আকর্ষণ করবে। আলোচনার মাধ্যমেই টেকসই ও দীর্ঘস্থায়ী শান্তি অর্জন করা সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।

 

দক্ষিণ আফ্রিকার এশিয়া ও ব্রিক্স-বিষয়ক বিশেষ দূত অনিল সুকলাল মনে করেন, চীনা প্রস্তাব একটি ইতিবাচক ইঙ্গিত। তিনি বলেন, “চীন দীর্ঘস্থায়ী শান্তির জন্য কাজ করছে। কারণ আধুনিক যুগে যুদ্ধে কেউ জয়ী হতে পারে না। আন্তর্জাতিক সমাজের উচিত, শান্তির জন্য যৌথ প্রচেষ্টা চালানো।” (শুয়েই/আলিম/জিনিয়া)