ইউক্রেনে মানবিক সংকট সমাধানে যুদ্ধবিরতির আহ্বান চীনের
2023-02-25 16:26:07

ফেব্রুয়ারি ২৫: ইউক্রেনে মানবিক সংকট সমাধানে অবিলম্বে সেখানে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষজ্ঞরা গতকাল (শুক্রবার) রাজনৈতিক উপায়ে ইউক্রেন সংকট সমাধানের ব্যাপারে চীনের অবস্থান ব্যাখ্যা করেন।

বিশেষজ্ঞরা বলেন, ১২টি দিক থেকে চীন আবারও স্পষ্টভাবে ইউক্রেনীয় সংকটের রাজনৈতিক সমাধানের ওপর জোর দিয়েছে। এতে চীনের দায়িত্বশীল বড় দেশের ভাবমূর্তি প্রতিফলিত হয়। সংকট সমাধানে চীন একটি গঠনমূলক ভূমিকা পালন করতে নিজের ইচ্ছাও প্রকাশ করেছে। চীন ইতোমধ্যেই সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে যোগাযোগ করেছে ও করছে।

বিশেষজ্ঞরা আরও বলেন, বেইজিং রাশিয়া ও ইউক্রেনের সাথে যোগাযোগ বজায় রাখছে, কারণ এই দুটি দেশ চীনের কৌশলগত অংশীদার এবং দুটি দেশের সাথেই চীনের ঐতিহ্যগত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। চীন মনে করে, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত ঐক্যবদ্ধ হওয়া এবং শান্তিপূর্ণ আলোচনার জন্য পরিবেশ সৃষ্টির লক্ষ্যে একযোগে কাজ করা। (জিনিয়া/আলিম/শুয়েই)