আফগান কেন্দ্রীয় ব্যাংককে আটক অর্থ ফেরত দিতে যুক্তরাষ্ট্রদের প্রতি চীনের তাগিদ
2023-02-25 19:24:47

ফেব্রুয়ারি ২৫: যুক্তরাষ্ট্র অবৈধভাবে আফগান কেন্দ্রীয় ব্যাংকের অর্থ ফ্রিজ করে রেখেছে। যুক্তরাষ্ট্রকে এ অর্থ অবিলম্বে ফিরিয়ে দিতে চীন তাগিদ দিচ্ছে। পাশাপাশি, আফগানিস্তানের ওপর থেকে একতরফা নিষেধাজ্ঞাও তুলে নিতে হবে ওয়াশিংটনকে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিন গতকাল (শুক্রবার) বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন। 


চীনা মুখপাত্র বলেন, ‘আটক অর্থ আফগান জনগণের জীবন বাঁচানোর অর্থ’।  স্বাধীনভাবে এ অর্থ ব্যবহার করার অধিকার আফগানিস্তানের আছে। 


তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রকে আত্মসমালোচনা করার তাগিদও দেয় চীন। যুক্তরাষ্ট্রের উচিত নিজের আচরণ পরিবর্তন করা এবং আফগানিস্তানের শান্তি পুনরুদ্ধারে বাস্তবধর্মী কিছু করা। যুক্তরাষ্ট্রকে এ ব্যাপারে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। (আকাশ/আলিম/ফেইফেই)