স্থানীয়দের বিরোধিতায় জাপানের ফুকুশিমার দূষিত মাটি পুনঃব্যবহারের পরীক্ষা স্থগিত
2023-02-25 19:03:47


ফেব্রুয়ারি ২৫: স্থানীয় বাসিন্দাদের বিরোধিতার মুখে, জাপানের ফুকুশিমার পারমাণবিক দুর্ঘটনায় দূষিত মাটি পুনঃব্যবহারের পরীক্ষা স্থগিত করা হয়েছে। জাপান ব্রডকাস্টিং অ্যাসোসিয়েশন (এনএইচকে) আজ (শনিবার) এ তথ্য জানায়।

এনএইচকে জানায়, জাপানের পরিবেশ মন্ত্রণালয় মূলত মার্চের শেষের দিকে, টোকিওর শিনজুকু এবং সাইতামা প্রিফেকচারের টোকোরোজাওয়াতে ফুকুশিমা পারমাণবিক দুর্ঘটনায় দূষিত মাটির পুনঃব্যবহারের পরীক্ষা শুরু করার পরিকল্পনা করেছিল। কিন্তু স্থানীয় বাসিন্দাদের তীব্র বিরোধিতায় তা স্থগিত করতে বাধ্য হয়। (জিনিয়া/আলিম/শুয়েই)