মঙ্গোলিয়া ‘এক অঞ্চল, এক পথ’ উদ্যোগ সমর্থন করে: সিএমজি-কে দেশটির প্রেসিডেন্ট
2023-02-25 16:39:53

ফেব্রুয়ারি ২৫: মঙ্গোলিয়া ‘এক অঞ্চল, এক পথ’ উদ্যোগ সমর্থন করে এবেং এই উদ্যোগের আওতায় সংশ্লিষ্ট পক্ষগুলোর সাথে সহযোগিতা চালিয়ে যেতে ইচ্ছুক। মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট উখনাগিন খুরেলসুহ সম্প্রতি চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)-কে দেওয়া এক সাক্ষাত্কারে এ কথা বলেন।

তিনি বলেন, প্রেসিডেন্ট সি চিন পিং তাঁর পুরোনো ও ভালো বন্ধু। তাঁরা দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতাসহ বিভিন্ন বিষয়ে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখে চলেন।

প্রেসিডেন্ট উখনাগিন খুরেলসুহ বলেন, মঙ্গোলিয়া ও চীনের বাণিজ্যিক সম্পর্ক অনেক ঘনিষ্ঠ। দু’দেশের বাণিজ্যের পরিমাণ মঙ্গোলিয়ার বৈদেশিক বাণিজ্যের ৬০ থেকে ৭০ শতাংশ হবে। মঙ্গোলিয়া চীন থেকে বিপুল পরিমাণ পণ্য আমদানি করে। অর্থনীতি ও বাণিজ্য খাতে সহযোগিতা আরও বাড়াতেও দু’দেশ ঐকমত্যে পৌঁছেছে। আশা করা যায়, ভবিষ্যতে দু’দেশের বাণিজ্য ২০ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হবে।

প্রেসিডেন্ট উখনাগিন বলেন, তাঁর দেশ বিশ্বাস করে, চীনা কমিউনিস্ট পার্টি চীনা জনগণকে নেতৃত্ব দিয়ে, দ্বিতীয় শত বছরের লক্ষ্য বাস্তবায়ন করতে পারবে। সিপিসি’র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হিসেবে সি চিন পিংয়ের পুনঃনির্বাচন চীনের  স্থিতিশীলতা ও উন্নয়নে সহায়ক প্রমাণিত হবে বলেও তিনি মন্তব্য করেন।

উল্লেখ্য, ২০২২ সালের সেপ্টেম্বরে দুই নেতা সমরকন্দের বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করা; মঙ্গোলিয়া-চীন-রাশিয়া অর্থনৈতিক করিডোর নির্মাণ; রেলপথ, প্রাকৃতিক পাইনলাইন ও সড়ক নির্মাণসহ বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতা নিয়ে মত বিনিময় করেন। পরবর্তীকালে মঙ্গোলিয়ার প্রেসিডেন্টের চীন সফরকালে দু’নেতা দু’দেশের সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক সামনে এগিয়ে নেওয়া, অর্থনীতি ও বাণিজ্য খাতের সহযোগিতা সম্প্রসারণ, নতুন যুগের আধুনিকায়ন বাস্তবায়ন, কৌশলগত পারস্পরিক আস্থা জোরদার করাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। (শুয়েই/আলিম/জিনিয়া)