কমরেড লেই ফেংয়ের চেতনার আলোকে দিক-নির্দেশনা দিয়েছেন সি চিন পিং
2023-02-24 16:53:32

ফেব্রুয়ারি ২৪: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং সম্প্রতি বলেছেন, চলতি বছর মাও সে তুং-সহ প্রবীণ রেভোলুশনিস্ট কমরেড লেই ফেংয়ের নামে শিলালিপি তৈরির ৬০তম বার্ষিকী। গত ৬০ বছরে ‘লেই ফেংয়ের কাছ থেকে শেখার’ অভিযান সারা চীনে সক্রিয় রয়েছে। লেই ফেংয়ের নাম সবার পরিচিত। লেই ফেংয়ের কার্যক্রম সবাইকে অনুপ্রেরণা দেয়। অনুশীলন প্রমাণ করেছে যে, সব সময় তাঁর চেতনা জীবিত থাকবে।

 

সি চিন পিং জোর দিয়ে বলেছেন, নতুন অগ্রযাত্রায় লেই ফেংয়ের চেতনায় যুগের বিভিন্ন বিষয় আয়ত্ত করতে হবে এবং পার্টির সদস্য ও কর্মকর্তাদের দৃষ্টান্তমূলক ভূমিকা পালন করতে হবে, যাতে লেই ফেংয়ের কাছ থেকে শিক্ষা নেওয়া স্বেচ্ছাসেবকদের দল আরও মজবুত হয়, বিশেষ করে তরুণ-তরুণীদের মধ্যে লেই ফেংয়ের শিক্ষার আমেজ পৌঁছানো যায়। নতুন যুগে লেই ফেংয়ের চেতনার আলোকে সমাজতান্ত্রিক আধুনিক দেশ গঠন এবং সার্বিকভাবে চীনা জাতির মহান পুনরুদ্ধারে প্রবল শক্তি যুক্ত হবে।

 (রুবি/তৌহিদ/লাবণ্য)