চীনা বাহিনী সবসময় বিশ্ব শান্তি রক্ষার দৃঢ় শক্তি: চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়
2023-02-24 14:09:56

ফেব্রুয়ারি ২৪: গতকাল (বৃহস্পতিবার) চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিয়মিত সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। তথাকথিত ‘তত্ত্বাবধান বেলুন’ নিয়ে মুখপাত্র থান খ্য ফেই বলেন, চীন দৃঢ়ভাবে যুক্তরাষ্ট্রের কিছু ব্যক্তির বাস্তব উপেক্ষা করা ও দায়িত্বহীন মন্তব্য বিরোধিতা করে।

তিনি বলেন, কিছু দেশের ‘ভুল বৈশ্বিক দৃষ্টিভঙ্গি’ ও ‘সংকীর্ণ নিরাপত্তার দৃষ্টিভঙ্গি বিশ্ব’ ও আঞ্চলিক শান্তি স্থিতিশীলতার জন্য হুমকি ও চ্যালেঞ্জ। দীর্ঘ সময় ধরে চীন সক্রিয়ভাবে  আন্তর্জাতিক দায়িত্ব পালন করছে, বিশ্ব শান্তি স্থিতিশীলতা বজায় রাখছে। চীন বিশ্বের সামরিক অভিযানে অংশ নেয়নি, অন্য দেশে যুদ্ধ ও অশান্তি সৃষ্টি করেনি। চীনা বাহিনী সবসময় বিশ্বের নিরাপত্তা উদ্যোগ বাস্তবায়ন ও মানবজাতির অভিন্ন লক্ষ্যের কমিউনিটি প্রতিষ্ঠার দৃঢ় শক্তি।

(তুহিনা/তৌহিদ/রুবি)