সুপ্রিয় শ্রোতা, আমি ইয়াং ওয়েই মিং স্বর্ণা। কফি হাউসের আড্ডায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের অনুষ্ঠানে আমার সঙ্গে যোগ দিচ্ছেন জনাব আগা মোস্তাফিজুর রাহমান চৌধুরী। তিনি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের চীনা ভাষা শিক্ষক হিসেবে কর্মরত আছেন। এর আগে তিনি বেইজিং নর্মল বিশ্ববিদ্যালয় এবং সিছুয়ান বিশ্ববিদ্যালয়ে চীনা ভাষায় স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। চীনা সংস্কৃতি এবং চীনের উন্নয়ন নিয়ে তিনি খুব আগ্রহী। চীন এবং বাংলাদেশের মধ্যে আদানপ্রদান ও সমঝোতা বাড়াতে তিনি কাজ করতে চান। তাছাড়া তিনি চীনে বসবাসরত বাংলাদেশী পেশাজীবি এবং শিক্ষার্থীদের নিয়ে গঠিত সামাজিক সংগঠন "বাংলাদেশ চায়না ইয়ুথ স্টুডেন্ট এ্যাসোসিয়েশন" এর প্রতিষ্ঠাতা সদস্য। এছাড়া জনাব মোস্তাফিজ স্নাতক এবং স্নাতকোত্তর উভয় পর্যায়ে চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগ থেকে“বেইজিং নরমাল ইউনিভার্সিটি সেরা গ্রাজুয়েট ছাত্র অ্যাওয়ার্ড ২০২০, এবং সিচুয়ান বিশ্ববিদ্যালয় সেরা পোস্ট গ্রাজুয়েট ছাত্র অ্যাওয়ার্ড ২০২২ অর্জন করেন। তিনি বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের র্ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অফিসে একজন প্রাক্তন একাডেমিক অ্যাসিস্ট্যান্ট ও স্বেচ্ছাসেবী দলের একজন নিয়মিত সদস্য হিসাবে কাজ করেছেন। উল্লেখ্য, জনাব মোস্তাফিজ বিগত বছরগুলিতে আন্তর্জাতিক বিভিন্ন কনফারেন্স ও ফোরামে অংশগ্রহণ করেন, তিনি মিশরে অনুষ্ঠিত বিশ্ব যুব সম্মেলন ২০১৯ সালে দ্বিতীয় বারের মত বাংলাদেশকে প্রতিনিধিত্বকরে অংশগ্রহণ করেন। উল্লেখ্য এর আগে ২০১৮ সালে মিশরের মহামান্য রাষ্ট্রপতি আবদেল ফাত্তাহ আল সি.সি, এর আহব্বানে ২০০০ এর অধিক বিশ্ব তরুন ২য় বিশ্ব যুব সম্মেলনে যোগদান করেন, জনাব মোস্তাফিজ তখন প্রথমবারের মত অংশগ্রহণকারী হিসেবে সম্মেলনে উপস্থিত ছিলেন। চলুন আলাপ করি তার সঙ্গে।