শরিফুল ইসলামের সাক্ষাত্কার
2023-02-24 09:29:04

আজকের উর্মির বৈঠকখানায় আমার সাথে যোগ দিচ্ছেন শরিফুল ইসলাম। বর্তমানে তিনি জেনভায়ো ফার্মা লিমিটেডে মার্কেটিং বিভাগে হেড অফ মার্কেটিং হিসেবে কর্মরত আছেন।

১৯৮৭ সালে তিনি বাংলাদেশের রাজধানী ও প্রাণকেন্দ্র ঢাকায় জন্মগ্রহণ করেন। ২০১০ সালে সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয় হতে ব্যাচেলর অফ ফার্মেসী ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ২০১৩ সালে ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক হতে ফার্মাসিউটিক্যাল মার্কেটিং বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

সম্মান ও স্নাতকোত্তর ডিগ্রি নেবার সময় তিনি ফার্মাসিউটিকাল সাইন্স, বায়োফার্মাসিউটিক্স ও অটিসমের উপর গবেষণা করেন, যা পরবর্তীতে ইউকেসহ বিভিন্ন দেশের রিসার্চ জার্নালে প্রকাশ পেয়েছে।

কর্মজীবনের পাশাপাশি তিনি মানবতার সেবায় সবসময় নিয়োজিত ছিলেন। আর তাই , স্কুল ও কলেজে জীবনে স্কাউটসহ বিভিন্ন মানব কল্যাণের কাজে যুক্ত ছিলেন। পরবর্তীতে তিনি চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ সেন্টারের সমাজকল্যাণ ও মানবিক বিষয়ক সচিবের দায়িত্ব পালন করছেন। পাশাপাশি পরিবর্তন করি , গিভ বাংলাদেশ ও অস্ট্রেলিয়াভিত্তিক এপেক্স ক্লাব অফ ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট এর দায়িত্ব পালন করছেন। তার দায়িত্ব পালনকালীন সময়ে চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ সেন্টার মানবিক কার্যক্রমে অবদান রাখার জন্য টিভি রিপোর্টার্স ইউনিটি বাংলাদেশ থেকে সম্মানসূচক এওয়ার্ড গ্রহণ করে।মানবিক কাজকে মানুষের মাঝে ছড়িয়ে দেয়ার জন্য তিনি প্রতিষ্ঠা করেন, সেলিনা মাহবুব ফাউন্ডেশন। এ ফাউন্ডেশনটি বর্তমানে গ্লোবাল ল থিংকার্স সোসাইটির সহপ্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশে কাজ করে যাচ্ছে।  

তো, চলুন কথা বলি তাঁর সঙ্গে।