চীনের মনুষ্যহীন বেলুনে মার্কিন তদন্ত নিয়ে সন্দেহ প্রকাশ করে চীন
2023-02-24 19:05:37

ফেব্রুয়ারি ২৪: যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট বিভাগ চীনের মনুষ্যহীন এয়ারশিপ নিয়ে যে বিশ্লেষণ ও তদন্ত করছে, তাতে সন্দেহ প্রকাশ করেছে চীন। আজ (শুক্রবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন বেইজিংয়ে অনুষ্ঠিত এক নিয়মিত সংবাদ সম্মেলনে সংশ্লিষ্ট প্রশ্নের উত্তরে একথা বলেন।

মুখপাত্র বলেন, চীন বারবার বলেছে যে, চীনের বেসামরিক মনুষ্যহীন বেলুন মার্কিন আকাশসীমায় ভেসে যাওয়া ছিলো অপ্রতিরোধ্য কারণে সৃষ্ট আকস্মিক ঘটনা। যুক্তরাষ্ট্র কোনো প্রমাণ ছাড়াই একে ‘গুপ্তচর বেলুন’ নামে অভিযোগ করেছে এবং শক্তির অপব্যবহার করেছে; যা শিকাগো কনভেনশন এবং আন্তর্জাতিক আইনের বেশ কয়েকটি মৌলিক নীতির সুস্পষ্ট লঙ্ঘন।

মুখপাত্র বলেন, ধ্বংসাবশেষ উদ্ধার করা থেকে শুরু করে ধ্বংসাবশেষ বিশ্লেষণ করার কাজ দেশটি সম্পূর্ণ এককভাবে করেছে। চীন ইতোমধ্যে মার্কিন কনস্যুলার সুরক্ষা চ্যানেলের মাধ্যমে অগ্রগতি প্রতিবেদনের জন্য স্পষ্ট অনুরোধ করেছে। তবে যুক্তরাষ্ট্র জবাব দিতে অস্বীকার করেছে। অনেকে মনে করে চীনকে তথাকথিত তদন্তের স্বাধীনতা, উন্মুক্ত অবস্থা এবং স্বচ্ছতা নিয়ে জোরালোভাবে প্রশ্ন তুলতে হবে।

এয়ারশিপের ঘটনার বিষয়ে মার্কিন অবস্থান পূর্বনির্ধারিত। অভ্যন্তরীণ রাজনীতি দিয়ে তা ‘হাইজ্যাক করা’ হয়েছে এবং চীনের বিরুদ্ধে নিয়ন্ত্রণ ও দমন-কৌশল উজ্জ্বল হয়েছে।

 

লিলি/তৌহিদ/রুবি