ইউক্রেন সংকটের রাজনৈতিক সমাধানে চীনের অবস্থান
2023-02-24 18:55:32

ফেব্রুয়ারি ২৪: আজ (শুক্রবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় ইউক্রেন সংকটের রাজনৈতিক সমাধানের বিষয়ে ১২টি দিক তুলে ধরেছে এবং বেইজিংয়ের অবস্থান পুনর্ব্যক্ত করেছে।

প্রথমত, সব দেশের উচিত সার্বভৌমত্বকে সম্মান করা। জাতিসংঘ সনদের উদ্দেশ্য ও নীতিসহ স্বীকৃত আন্তর্জাতিক আইনগুলো কঠোরভাবে পালন করা উচিত্ এবং সব দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা ও ভূখণ্ডের অখণ্ডতা নিশ্চিত করা উচিত্।

দ্বিতীয়ত, স্নায়ুযুদ্ধের চিন্তাধারা ত্যাগ করা উচিত্। একটি দেশের নিরাপত্তার বিনিময়ে অন্য দেশের নিরাপত্তা হয় না। অস্ত্র বা সামরিক জোট সম্প্রসারণের মাধ্যমে আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করা যায় না। সব দেশের বৈধ নিরাপত্তা স্বার্থ এবং উদ্বেগ গুরুত্ব-সহ বিবেচনা করা উচিত্ এবং সঠিকভাবে তা সমাধান করা উচিত‌্।

তৃতীয়ত, যুদ্ধবিরতি পালন করা উচিত্। সংঘর্ষে বা যুদ্ধে কেউ বিজয়ী হতে পারে না।

তা ছাড়া, চীনের অন্যান্য অবস্থান হলো- শান্তিপূর্ণ সংলাপ শুরু করা, মানবিক সংকট সমাধান করা, বেসামরিক লোক ও যুদ্ধবন্দীদের রক্ষা করা, পরমাণু বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা। পাশাপাশি, কৌশলগত ঝুঁকি কমানো, খাদ্য রপ্তানি নিশ্চিত করা, একতরফা নিষেধাজ্ঞা বন্ধ করা, শিল্প চেইন ও সরবরাহ চেইনের স্থিতিশীলতা নিশ্চিত করা এবং যুদ্ধোত্তর পুনর্নির্মাণ এগিয়ে নেওয়া।

লিলি/তৌহিদ/রুবি