‘হুয়াং মাও’ থেকে হুয়া মাও, একটি গ্রাম পুনরুজ্জীবিত হওয়ার গল্প
2023-02-24 18:56:01

চীনের কুইচৌ প্রদেশের বিপ্লবী অঞ্চল-চুন ই’তে একটি ‘হুয়াং মাও’ নামের একটি গ্রাম রয়েছে। গ্রামটি তার নামের মতো যাতায়াত, পানীয় জল এবং উপার্জনসহ নানা দুর্যোগ মোকাবিলা করত। চীনের কমিউনিস্ট পার্টির অষ্টাদশ কংগ্রেসের পর গ্রামটি দারিদ্র্যমুক্তকরণের নীতি প্রণয়ন করেছে এবং সাংস্কৃতিক পর্যটন ব্যাপকভাবে উন্নত করে আসছে, যার ফলে বর্তমানে হুয়াং মাও গ্রাম সুন্দর হুয়া মাও গ্রামে পরিণত হয়েছে। এখানে বলতে চাই যে, হুয়াং- চীনা ভাষায় এর অর্থ অনুর্বরতা এবং হুয়া মানে ফুল।


 যখন আমাদের সাংবাদিক গ্রামে যান, তখন গ্রামবাসীরা ফসল তুলতে ব্যস্ত ছিলেন। গ্রামবাসী ওয়াং ইয়ো সিয়াং সাংবাদিককে বলেন, ‘দেখুন, এই টমেটো খুব লাল ও উজ্জ্বল। এটি তুলতে খুব ভালো লাগে”।

হুয়া মাও গ্রামের খামারে নানা ফলমুল পাকার পর সরাসরি গ্রামবাসীদের হোমস্টে হোটেলে পাঠানো হয়। হুয়া মাও গ্রামবাসী ওয়াং চি ছিয়াং  ২০১৪ সালে গ্রামটির প্রথম হোম হোটেল চালু করেছে। ২০১৫ সালের জুন মাসে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং যখন কুই চৌ শহর পরিদর্শন করেন, তখন তিনি ওয়াং চি ছিয়াংয়ের ছোট আঙ্গিনায় গ্রামবাসীদের সঙ্গে বসে কথা বলেন। সে সময়ের কথা স্মরণ করে ওয়াং ছি ছিয়াং বলেন, প্রেসিডেন্ট সি চিন পিং এখানে বলেছিলেন, সিপিসি’র কেন্দ্রীয়কমিটির নীতি ভালো কি না, তা গ্রামবাসীদের হাসি বা কান্না থেকে বোঝা যাবে। প্রেসিডেন্ট সি’র কথা আমাদের মনের কথা। নীতি অনেক ভালো হয়েছে, তাই আমরা সবাই হাঁসতে পেরেছি।

 

গত কয়েক বছরে অবকাঠামো উন্নত হওয়ার সঙ্গে সঙ্গে গ্রামের চেহারা অনেক পরিবর্তন হয়েছে। হুয়া মাও গ্রামে অধিকতর মানুষ আসছেন। পিক সিজনে ওয়াং চি ছিয়াং’ হোম হোটেলে এক দিন ৯০টিও বেশি টেবিলে খাওয়ার ব্যবস্থার আয়োজন করতে হয়। গ্রামে একজন মৃত্শিল্পের উত্তরাধিকারী মু সিয়ান ছাই তার উপকৃক্ত হস্তকর্মের কারণে উপার্জন বৃদ্ধি করেছেন।

২০১২ সালে মু সিয়ান ছাই বছরে মাত্র ২০ থেকে ৩০ হাজার ইউয়ান উপার্জন করতেন। এখন তা ১০ গুণ হয়ে ৩ লাখ ইউয়ানের বেশি হয়েছে। তার মুখে সবসময় হাসি দেখা যায়।

সময় দ্রুত চলে যায়। দরিদ্র বিপ্লবী অঞ্চলের নতুন চেহারা দেখা যাচ্ছে। অতীতের হুয়াং উ গ্রাম বর্তমানে সমৃদ্ধি অর্জনের পথে এগিয়ে যাচ্ছে। তাদের জমি পূর্বপুরুষদের রক্তাক্ত উত্সর্গের কথা স্মরণ করে। তাদের উর্বর জমি এখন উত্তম ফলাফল দিচ্ছে।

(রুবি/তৌহিদ)