চীন এখনও বিদেশি বিনিয়োগের ‘হটল্যান্ড’: মুখপাত্র
2023-02-24 18:57:21

ফেব্রুয়ারি ২৪: চলতি বছরের শুরুতে চীনে বিদেশি বিনিয়োগের পরিমাণ ভালো হয়েছে। চীন এখনও বিদেশি বিনিয়োগের ‘হটল্যান্ড’ এবং বিশ্বের নজরকাড়া অর্থনীতির প্রতীক বলে প্রমাণিত হয়েছে। আজ (শুক্রবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন বেইজিংয়ে এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে এ সব কথা বলেছেন।

 

ওয়াং ওয়েন বিন বলেন, করোনা মহামারি প্রতিরোধকাজ নতুন পর্যায়ে সুবিন্যাসের পর থেকে চীনে উত্পাদন ও জীবন-যাপন দ্রুত পুনরুদ্ধার হয়েছে। অর্থনৈতিক প্রবৃদ্ধির চালিকাশক্তি জোরদার হয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলসহ বেশ কয়েকটি সংস্থা চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধির পুর্বাভাস বাড়িয়েছে। চীনের বাণিজ্য বেগবান কমিটির সর্বশেষ জরিপ অনুযায়ী জরিপে ৯৮.২ শতাংশ অংশগ্রহণকারী বিদেশি প্রতিষ্ঠান ও কমিটি চলতি বছর চীনের অর্থনীতির প্রতি আস্থাবান রয়েছে। তারা চীনে অব্যাহতভাবে বিনিয়োগ করবে এবং চীনের উন্নয়নের সুযোগ-সুবিধা ভোগ করবে বলে আশা প্রকাশ করেছে।

 

ওয়াং ওয়েন বিন আরও বলেন, ভবিষ্যতে চীনের বৈশিষ্ট্যময় আধুনিকীকরণ সৃষ্ট উন্নয়নের সুযোগ, অর্থনীতির অব্যাহত উন্নতিতে সৃষ্ট বাজারের সুযোগে কাজে লাগাতে ব্যাপক উন্নয়ন করতে পারবে বিদেশি বিনিয়োগকারীরা।

(রুবি/তৌহিদ/লাবণ্য)