চীনের বৈশ্বিক উদ্ভাবন সূচকের র‍্যাংকিং গত বছর একাদশ স্থানে উঠে এসেছে: বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়
2023-02-24 17:12:32

ফেব্রুয়ারি ২৪: আজ (শুক্রবার) সকালে চীনের রাষ্ট্রীয় পরিষদের তথ্য কার্যালয়ের উদ্যোগে ধারাবাহিক প্রেস ব্রিফিংয় আয়োজন করা হয়। এতে চীনের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ওয়াং চি কাং ‘সৃজনশীলতার মাধ্যমে উন্নয়নকে বেগবান করার কৌশল গভীরভাবে বাস্তবায়ন করা এবং বিজ্ঞান ও প্রযুক্তি খাতে শক্তিশালী রাষ্ট্র প্রতিষ্ঠাকে দ্রুততর করার’ জন্য সংশ্লিষ্ট অবস্থা তুলে ধরেন।

তিনি বলেন, সিপিসি’র অষ্টাদশ জাতীয় কংগ্রেসের পর থেকে বিজ্ঞান ও প্রযুক্তির উদ্ভাবনকে দেশের সামগ্রিক উন্নয়ন পরিস্থিতির কেন্দ্রীয় স্থানে রাখা হয়। চীনের বিজ্ঞান ও প্রযুক্তি শিল্প ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে এবং ঐতিহাসিক সংস্কারও ঘটেছে। চীনের বৈশ্বিক উদ্ভাবন সূচকের  র‍্যাংকিং ২০১২ সালের ৩৪তম স্থান থেকে ২০২২ সালে একাদশ স্থানে উঠে এসেছে এবং সাফল্যের সঙ্গে সৃজনশীল দেশগুলোর তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে।

 

২০২২ সালে বিজ্ঞান ও প্রযুক্তির সব কর্মীর যৌথ চেষ্টায় চীনের বিজ্ঞান ও প্রযুক্তির উদ্ভাবন ফলপ্রসূ হয়। গবেষণা খাতে ব্যয় প্রথমবারের মতো তিন ট্রিলিয়ন ইউয়ান ছাড়িয়ে যায়। বর্তমানে এবং পরবর্তীতে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সিপিসি’র বিংশ জাতীয় কংগ্রেসের চেতনাসহ সিপিসি’র কেন্দ্রীয় কমিটির নির্ধারিত নীতিমালা পালন করে বিজ্ঞান ও প্রযুক্তির সৃজনশীলতায় চীনা বৈশিষ্ট্যের ভিত্তিতে শক্তিশালীভাবে দেশের উন্নয়ন ও কৌশলগত নিরাপত্তা নিশ্চিত করবে বলে তিনি উল্লেখ করেন।

লিলি/তৌহিদ/রুবি